অনলাইন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যম ছেয়ে গেছে একটি ভাইরাল ভিডিওতে। এতে দেখা গেছে, চীন সফরে গিয়ে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক কোনো সরকারি অভ্যর্থনা পাননি। বিমান থেকে নামার পর বিষয়টি কিছুটা অবাকও করেছে হাই-প্রোফাইল এই কূটনীতিককে।
ভিডিওতে দেখা যায়, চীনের একটি বিমানবন্দরে বহনকারী একটি বিমান থেকে একা একাই নেমে আসছেন আনালেনা। বিমানের সিঁড়ি থেকে বিমানবন্দরে পা রেখে অভ্যর্থনাকারী কাউকে না দেখে তিনি কিছুটা বিভ্রান্ত হয়ে যান। যেন বুঝতে পারছিলেন না কোন দিকে যাবেন। দু-একজন ফটোগ্রাফার উপস্থিত থাকলেও সেখানে ছিলেন না কোনো সরকারি কর্মকর্তা।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে এক্সে ছড়িয়ে পড়েছে। এই ঘটনাটি নিয়ে অনেকেই নানা ধরনের মন্তব্য করছেন। এসব মন্তব্যে অনেকেই জার্মান পররাষ্ট্রমন্ত্রীকে উপহাস করছেন বলে মনে হচ্ছে। তবে কেউ কেউ তাকে নিয়ে মজা করলেও অন্যরা বিষয়টির সমালোচনা করেছেন। একজন লিখেছেন, ‘কূটনীতিতে এমনটি শোভন নয়।’
আরেকজন লিখেছেন—অনাকাঙ্ক্ষিত অতিথিদের প্রতি চীনাদের এটি প্রতীকী আচরণ।
এদিকে আনালেনার প্রতি সমর্থন দেখিয়ে অন্য একজন মন্তব্য করেছেন, ‘একজন শক্তিশালী ব্যক্তির লোক দেখানো আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না।’
কেউ কেউ ভিডিওটি পুরোনো বলেও দাবি করেছেন। তবে একজন লিখেছেন—জার্মান পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিমানটি বিমানবন্দরের নির্ধারিত টার্মিনালের বদলে অন্য কোনো টার্মিনালে অবতরণ করেছে। ফলে যোগাযোগ বিচ্যুতির জন্য সরকারি কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানাতে পারেননি।