Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

৪৫ রুশ গুপ্তচর শনাক্ত, দাবি পোল্যান্ডের

অনলাইন ডেস্ক

৪৫ রুশ গুপ্তচর শনাক্ত, দাবি পোল্যান্ডের

রাশিয়ার ৪৫ জন কূটনীতিবিদকে গুপ্তচর হিসেবে চিহ্নিত করার দাবি করেছে পোল্যান্ড। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা গোয়েন্দা সংস্থা দা এজেন্সিয়া বেজপিয়েসজন্তসওয়া বেভনেন্তজনেগো (এডব্লিউবি) বা ইন্টারনাল সিকিউরিটি এজেন্সি ওই ৪৫ রুশ নাগরিককে পোল্যান্ড থেকে বহিষ্কার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছে। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এবিডব্লিউ-এর মুখপাত্র স্ত্যানিসলা জারিন বুধবার সাংবাদিকদের বলেন, ‘সন্দেহভাজনদের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করা হয়েছে। আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ৪৫ জনকে শনাক্ত করেছে রাশিয়ার গুপ্তচর হিসেবে। এসব ব্যক্তিরা পোল্যান্ডে কূটনৈতিক মর্যাদা পেয়ে আসছিলেন।’ 

জারিন আরও বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো তালিকায় রাশিয়ার “বিশেষ পরিষেবার কর্মকর্তা এবং তাঁদের সহযোগিতা করা ব্যক্তিদের”অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা পোল্যান্ডের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার পাশাপাশি আমাদের মিত্রদের বিরুদ্ধেও গুপ্তচরবৃত্তি চালিয়েছেন।’ 

রাশিয়ার পক্ষে কাজ করায় এক পোলিশ নাগরিককে আটক করা হয়েছে জানিয়ে জারিন বলেন, ‘এডব্লিউবি রাশিয়ার গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে একজন পোলিশ নাগরিককে আটক করেছে। আটক ব্যক্তি ওয়ারশ’র রেজিস্ট্রি অফিসের আর্কাইভে কাজ করত। ওই ব্যক্তির কার্যকলাপ পোল্যান্ডের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে।’ 

পোল্যান্ড সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ‘রাশিয়ার রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। তাঁর সঙ্গে বৈঠকের পর পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।’ 

এ দিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এর প্রতিক্রিয়ায় বলেছে, পোল্যান্ড থেকে তাঁদের কূটনীতিবিদদের বহিষ্কার করা হলে তাঁরা প্রতিশোধ নেবে। 

ইউরোপে আশ্রয়: আবেদনের তালিকায় বাংলাদেশিদের রেকর্ড

জার্মানিতে ‘নগ্ন সৈকতে’ পোশাক পরা ব্যক্তিদের নিষিদ্ধ ঘোষণা

ইউক্রেন সবচেয়ে বড় পরীক্ষা, শান্তিতে নেতৃত্ব দেবে যুক্তরাজ্য: ব্রিটিশ সংসদে স্টারমার

রাজনীতিকদের ওপর নজরদারি করতে গিয়ে নারী কেলেঙ্কারিতে জড়িয়েছে ব্রিটিশ পুলিশ

ইহুদিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি: রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপে রাশিয়ার নর্ড স্ট্রিম-২ পাইপলাইন চালু করতে যুক্তরাষ্ট্রের দূতিয়ালি

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাবে ইউরোপ, ব্যয় বাড়াবে প্রতিরক্ষায়

ওয়াশিংটন-কিয়েভ বিচ্ছেদে নয়া স্বপ্ন মস্কোর

ইউক্রেনে এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাব ফ্রান্স-ব্রিটেনের

ইউক্রেন নিয়ে আলোচনার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছিনিয়ে নিতে চায় ইউরোপ