হোম > বিশ্ব > ইউরোপ

গোপন নথি ফাঁস, শীর্ষ রাজনীতিকদের বিরুদ্ধে উবারকে অনৈতিক সহায়তার অভিযোগ

‘উবার ফাইলস’ নামে উবারের লক্ষাধিক গোপন নথি ফাঁস করেছে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট (আইসিআইজে) নামের একটি সংস্থা। ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত উবারের লক্ষাধিক গোপন নথি রয়েছে ‘উবার ফাইলসে’। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফাঁস হওয়া গোপন নথির সংখ্যা ১ লাখ ২৪ হাজার। এর মধ্যে ৮৩ হাজার ইমেইল কনভারসেশন ও ১ হাজার অন্যান্য কনভারসেশন রয়েছে। ফাঁস হওয়া গোপন নথিতে বিশ্বের শীর্ষ রাজনীতিকদের বিরুদ্ধে উবারকে গোপনে অনৈতিক সহায়তা দেওয় বিষয়টি উঠে এসেছে। 

ফাঁস হওয়া নথি পর্যালোচনায় দেখা যায়, শীর্ষ রাজনীতিকরা গোপনে উবারকে অনৈতিক সুবিধা দিয়েছেন। উবারও বিভিন্ন বিষয়ের বিচার এড়াতে তদবির করেছে। ফাঁস হওয়া নথিতে উঠে এসেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও ইউরোপীয় ইউনিয়নের সাবেক কমিশনার নিলি ক্রোসের মতো নেতাদের নাম। তাঁরা গোপনে উবারকে অনৈতিক সহায়তা দিয়েছেন। 

ট্যাক্সি খাতকে ক্ষতিগ্রস্থ করে ইউরোপের বাজারে ব্যবসা সম্প্রসারণ করতে পছন্দের নেতাদের সহায়তা নিয়েছিল উবার। ফ্রান্সে যখন ট্যাক্সি চালকেরা আন্দোলনে নেমেছিল তখন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ উবারের সাবেক প্রধান নির্বাহী ট্রাভিস কালানিককে বলেছিলেন, উবারের পক্ষে আইনে পাস করবেন। 

ইউরোপীয় ইউনিয়নের সাবেক কমিশনার নিলি ক্রোস তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেই উবারের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে কথা বলেছিলেন এবং গোপনে উবারের পক্ষে তদবির চালিয়েছিলেন। এটি ইউরোপীয় ইউনিয়নের নীতি বহির্ভূত।

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন