হোম > বিশ্ব > ইউরোপ

বেলজিয়ামে নির্মাণাধীন স্কুল ভবন ধসে ৫ জন নিহত

ঢাকা: বেলজিয়ামের স্কুলের ভবন ধসে পাঁচজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। স্কুলটি আন্টওয়ার্প শহরে অবস্থিত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নির্মাণাধীন একটি স্কুল ভবন শুক্রবার বিকেলে হঠাৎ করে ধসে পড়ে। তখন শ্রমিকেরা কাজ করছিলেন। ঘটনাস্থলে পাঁচ শ্রমিক নিহত হয়েছে। কি কারণে ভবন ধস হয়েছে তা এখনও জানা যায়নি।

বেলজিয়াম পুলিশ জানিয়েছেন, নিহত শ্রমিকদের দুজন পর্তুগাল ও রোমানিয়ার নাগরিক।

ধ্বংসস্তূপ থেকে তাঁদের শনিবার সকালে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।

এই ঘটনায় আরও নয়জন নিহত হয়েছেন। যাদের মধ্যে তিনজনকে আইসিইউতে রাখা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বেলজিয়াম অগ্নিনির্বাপক বিভাগ।

অগ্নিনির্বাপক বিভাগকে উদ্ধার কাজে সহায়তা করেছে নাগরিক প্রতিরক্ষা উদ্ধারকর্মীরা। জীবিতদের অনুসন্ধানে স্নিফার কুকুর ও একটি ড্রোন ব্যবহার করেছিল।

শনিবার স্কুলটি পরিদর্শনে আসেন বেলজিয়ামের রাজা কিং ফিলিপ। রাজার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রো।

বেলজিয়ামের সংবাদমাধ্যম ব্রাসেলস টাইম জানিয়েছে যে, স্কুলটি একটি প্রাথমিক বিদ্যালয়। আগামী ১ সেপ্টেম্বর সেখানে ক্লাস শুরুর কথা ছিল। তাই স্কুলটির সংস্কারের কাজ চলছিল।

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন