শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক। আজ বুধবার ভোরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
ইউএসজিএস অনুসারে, এই ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ইস্তাম্বুল থেকে প্রায় ১৭০ কিলোমিটার পূর্বে এটি আঘাত হানে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, আঙ্কারা ও ইস্তাম্বুলেও কম্পন অনুভূত হয়েছে। এখনো কোনো প্রাণহানি ও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন স্থানে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেকেই বাঁচার জন্য দিগ্বিদিক ছুটেছে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু বলেন, কেউ নিহত হয়েছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
এর আগে ১৯৯৯ সালে তুরস্কের দুজসেতে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সে সময় ৮৪৫ জনের মৃত্যু হয়।