হোম > বিশ্ব > ইউরোপ

বেসামরিকদের অবিলম্বে খেরসন ত্যাগের নির্দেশ রাশিয়ার

অনলাইন ডেস্ক

বেসামরিক লোকদের জরুরি ভিত্তিতে খেরসন থেকে সরে যেতে নির্দেশ দিয়েছে রুশ কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খেরসন পুনরায় দখল করার উদ্দেশ্যে ইউক্রেনের সৈন্যরা পাল্টা আক্রমণ করতে পারে এমন ধারণা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

গত শনিবার খেরসনের স্থানীয় প্রশাসন এক টেলিগ্রাম বার্তায় ইউক্রেন বাহিনীর আক্রমণের আশঙ্কা জানিয়ে স্থানীয় ব্যক্তিদের শহর ত্যাগের নির্দেশ দেয়। ওই নির্দেশে বলা হয়, স্থানীয়রা যেন নদীপথে রাশিয়া অধিকৃত অঞ্চলের নিরাপদ স্থানগুলোতে আশ্রয় নেয়।

এদিকে খেরসনের ক্রেমলিন সমর্থিত কর্তৃপক্ষ সব রুশ কর্মকর্তা এবং প্রায় ৬০ হাজার বেসামরিক মানুষকে নদীপথে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছে। এ ব্যাপারে স্থানীয় নেতা ভ্লাদিমির সালদো বলেন, ‘ঘোষণা অনুযায়ী আমরা সুপরিকল্পিতভাবে এবং ধাপে ধাপে স্থানীয়দের সরিয়ে নেব।’

এ বিষয়ে আরেক কর্মকর্তা কিরিল স্ট্রেমুসভ জানান, খেরসন থেকে আনুমানিক ২৫ হাজার বাসিন্দা ইতিমধ্যে নদীপথে নিরাপদ স্থানে পৌঁছেছে। এক টেলিগ্রাম বার্তায় ওই কর্মকর্তা আরও বলেছেন, ‘স্থানীয়রা নিজেদের জীবন বাঁচাতে খেরসন ছাড়ছে। আমরা কাউকে জোর করছি না। তবে স্থানীয়দের কেউ কেউ অপেক্ষায় রয়েছে, ইউক্রেন সৈন্যরা কখন খেরসন পুনরুদ্ধার করবে।’

এদিকে খেরসনের বেসামরিক বাসিন্দাদের রাশিয়া ও রাশিয়া অধিকৃত অঞ্চলে স্থানান্তরের ব্যাপারে ইউক্রেন ও পশ্চিমা কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। খেরসনের অধিবাসীদের এভাবে স্থানান্তরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানিয়েছেন তাঁরা। কিয়েভের অভিযোগ, মস্কো হয়তো খেরসনের বাসিন্দাদের জিম্মি হিসেবে ব্যবহার করবে।

এদিকে গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন বাহিনীর ক্রমাগত পাল্টা আক্রমণের মধ্যেই রাশিয়া অধিকৃত অঞ্চলগুলোতে সামরিক আইন জারি করেছেন বলে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। 

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

সেকশন