Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

রুশ গোয়েন্দা বিমান এ-৫০ ভূপাতিত করল ইউক্রেন

রুশ গোয়েন্দা বিমান এ-৫০ ভূপাতিত করল ইউক্রেন

ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, তারা আজভ সাগরের ওপর একটি রাশিয়ান গুপ্তচর বিমানকে গুলি করে ভূপাতিত করেছে। এটিকে মস্কোর বিমান শক্তির জন্য একটি বড় আঘাত হিসেবে আখ্যায়িত করেছেন বিশ্লেষকেরা। 

আজ সোমবার রাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ গুপ্তচর বিমান ভূপাতিত করার বিষয়ে বিবৃতি দিয়েছেন ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি। তিনি জানান, ইউক্রেনের বিমানবাহিনী একটি এ-৫০ দূরপাল্লার রাডার শনাক্তকারী বিমান এবং একটি আইএল-২২ এয়ার কন্ট্রোল সেন্টারকে ধ্বংস করেছে। এ-৫০ বিমান আকাশ প্রতিরক্ষা শনাক্ত করে এবং রাশিয়ান জেট বিমানের লক্ষ্যবস্তু সমন্বয় করে। 

বর্তমানে দক্ষিণ-পূর্বাঞ্চল দিয়ে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে অগ্রসর হওয়ার জন্য সংগ্রাম করছে ইউক্রেনের বাহিনী। 

গত বছরের ২৩ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ব্রিফিংয়ে বলা হয়েছিল, রাশিয়ার ‘সম্ভবত’ ছয়টি অপারেশনাল এ-৫০ বিমান সক্রিয় আছে। বিমানগুলো তৈরি করতে কয়েক মিলিয়ন ডলার খরচ হতে পারে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তারা এ-৫০ বিমান ভূপাতিত করার বিষয়ে ইউক্রেনের দাবিটির সত্যাসত্য নিরূপণ করতে পারেননি। এ সম্পর্কে রুশ কর্মকর্তারা দাবি করেছেন, বিমান ধ্বংসের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তবে রাশিয়ার এক যুদ্ধপন্থী ভাষ্যকারকে বলতে শোনা গেছে—এ-৫০ বিমানের ক্ষতি হবে তাৎপর্যপূর্ণ। 

একটি জনপ্রিয় সামরিক চ্যানেল ‘রাইবার’ বলেছে, যদি রাশিয়ান ক্ষয়ক্ষতির বিষয়ে ইউক্রেনের তথ্য সত্যি হয়, তবে এটি রাশিয়ান বিমানবাহিনীর জন্য আরেকটি কালো দিন হবে। 

এর আগে ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল জালুঝনি টেলিগ্রামে বলেন, ইউক্রেনের বিমানবাহিনী ইউক্রেনের দক্ষিণ-পূর্বে আজভ অঞ্চলে একটি অপারেশন চমৎকারভাবে পরিকল্পনা ও পরিচালনা করেছে। 

ইউক্রেনীয় বিমানবাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক একটি টেলিগ্রাম পোস্টে বিমানটি ভূপাতিত করার বিষয়ে মন্তব্য করেছেন। তবে বিস্তারিত জানাননি।

পুতিন ও উইটকফের সাক্ষাতে রাশিয়া-ইউক্রেন সরাসরি আলোচনার প্রসঙ্গ

যে কারণে পোপ ফ্রান্সিসকে ভ্যাটিকানে সমাহিত করা হবে না

ভূখণ্ড ছাড়তে ‘রাজি’ ইউক্রেন, ট্রাম্প-পুতিনের অনুকূলে যুদ্ধবিরতি কি হয়েই যাচ্ছে

মস্কোর উপকণ্ঠে গাড়িবোমায় উড়ে গেলেন রুশ জেনারেল

লন্ডনে সুপারশপ থেকে চুরির মাল বিক্রি হচ্ছে সস্তায়, আড়াই কোটি টাকার পণ্য উদ্ধার

পুতিন থামো—কিয়েভে বড় হামলার পর ট্রাম্পের হুংকার

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

রাজকীয় ছবিতে মাথায় দিয়ে টায়রা—প্রিন্সেস ইসাবেলার হাতে কী

বাংলাদেশি স্থপতি মেরিনার ডিজাইনে লন্ডনে সামার পার্টি

মানুষের খুলি দিয়ে তৈরি পাত্রে পান করতেন অক্সফোর্ডের অধ্যাপকেরা, চাঞ্চল্যকর দাবি