Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

নারীবিদ্বেষকে সন্ত্রাসবাদের আওতাভুক্তের পরিকল্পনা করছে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

নারীবিদ্বেষকে সন্ত্রাসবাদের আওতাভুক্তের পরিকল্পনা করছে যুক্তরাজ্য

চরম নারীবিদ্বেষকে প্রথমবারের মতো সন্ত্রাসবাদ হিসেবে ‍বিবেচনার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াইভেত্তে কুপার সন্ত্রাসবিরোধী নীতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন, যা বর্তমান আইনে থাকা ফাঁক-ফোকর খুঁজে বের করবে এবং বিভিন্ন মতাদর্শ পর্যবেক্ষণ করবে। এর মধ্যে অন্যতম হলো অনলাইনে নারীবিদ্বেষ ছড়ানোর বিষয়টি।

দেশটির সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে নারী-কিশোরীদের বিরুদ্ধে সহিংসতা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াইভেত্তে কুপার সন্ত্রাসবিরোধী নীতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে উগ্রপন্থী চরমপন্থাকে যেভাবে দেখা হয়, নারীবিদ্বেষকেও ঠিক একইভাবে দেখা হবে।

এমনকি স্কুলের যেসব শিক্ষার্থীদের মধ্যে নারীবিদ্বেষ দেখা যাবে, তাঁদের সরকারের সন্ত্রাসবিরোধী প্রোগ্রামে পাঠানোর জন্য শিক্ষকদের জন্য বাধ্যতামূলক নির্দেশনা দেওয়ার বিধান থাকছে এই আইনে।

যেসব শিক্ষার্থীকে সরকারের এই প্রোগ্রামে পাঠানো হবে, তাঁদের মধ্যে উগ্রবাদিতার কোনো লক্ষণ আছে কি না, সেটিও খুঁজে বের করবে স্থানীয় পুলিশ। তাদের কাজ হবে উগ্রবাদিতা থেকে এসব শিক্ষার্থীকে সরিয়ে আনা।

দ্য টেলিগ্রাফ জানিয়েছে, কথিত নারীবিদ্বেষী ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট অনলাইনে কিশোরদের নারীবিদ্বেষ শেখাচ্ছেন। যেমনটা সন্ত্রাসবাদীরা তাঁদের অনুসারীদের ক্ষেত্রে করে। আর অ্যান্ড্রু টেটের এমন কর্মকাণ্ডের কারণেই ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী এ ধরনের নির্দেশনা দিয়েছেন।

গত মাসে যুক্তরাজ্যের পুলিশপ্রধানের কাউন্সিল নারী ও কিশোরীদের ওপর সহিংসতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে নারীবিদ্বেষকে জাতীয় বিষয় হিসেবে অভিহিত করা হয়।

ট্রাম্প-জেলেনস্কি দ্বন্দ্বে যুদ্ধ জয়ের চেয়েও বড় বিজয় পুতিনের

ইউক্রেনকে সামরিক-আর্থিক কোনো সহায়তাই দেবে না স্লোভাকিয়া

মার্কিন–ইউরোপ সম্পর্কে উত্তেজনা, যুক্তরাজ্যে উষ্ণ অভ্যর্থনা পেলেন জেলেনস্কি

যুক্তরাষ্ট্র-ইউরোপ সংকট ঘনীভূত, ট্রাম্প-জেলেনস্কির বাগ্‌বিতণ্ডায় ইঙ্গিত

কোকেনসেবী ভাঁড় জেলেনস্কির মুখের ওপর সত্য বলেছেন ট্রাম্প: মেদভেদেভ

ইউক্রেনের নিরাপত্তা: যুক্তরাষ্ট্রের বিকল্প হবে ইউরোপ?

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আপনি জুয়া খেলছেন, বৈঠকে জেলেনস্কিকে চেপে ধরেছেন ট্রাম্প

সম্পর্ক মেরামতে ইস্তাম্বুলে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠক

নিরাপত্তা নিশ্চয়তা না দিয়েই ইউক্রেনের খনিজ নিচ্ছে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির

যুক্তরাজ্যে ভিসা আবেদনকারীদের সার্বক্ষণিক সহায়তা দেবে ভিএফএস গ্লোবালের এআই চ্যাটবট