Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

পুতিনের আর্কটিক ঘাঁটির কাছে রহস্যময় বিস্ফোরণ—আকাশে বিচ্ছুরণ, কেঁপেছে ঘরবাড়ি

অনলাইন ডেস্ক

পুতিনের আর্কটিক ঘাঁটির কাছে রহস্যময় বিস্ফোরণ—আকাশে বিচ্ছুরণ, কেঁপেছে ঘরবাড়ি
ছবি: ভিডিও থেকে নেওয়া

ভ্লাদিমির পুতিনের মালিকানাধীন গোপন আর্কটিক সামরিক ঘাঁটির কাছাকাছি এলাকায় বসবাসরত স্থানীয়রা ভয়াবহ বিস্ফোরণের কথা জানিয়েছেন। এই বিস্ফোরণ তাঁদের ঘরবাড়ি কাঁপিয়ে দিয়েছে এবং আকাশে উজ্জ্বল আলোর ঝলকানি দেখা গেছে।

যুক্তরাজ্যভিত্তিক ডেইলি স্টার জানিয়েছে, নতুন ফুটেজে নৌবাহিনীর সেভেরোমর্স্ক-১ বিমানঘাঁটির ওপর বিস্ফোরণটি ঘটতে দেখা গেছে। কোলা উপদ্বীপে অবস্থিত এই ঘাঁটি রাশিয়ার যুদ্ধবিমান, বোমারু বিমান এবং সামুদ্রিক নজরদারি বিমানের জন্য পরিচিত। পাশাপাশি এই ঘাঁটি অস্ত্র সংরক্ষণ এবং বাংকার হিসেবেও ব্যবহৃত হয়।

ভিডিওতে দেখা যায়, একটি গাড়ি ঘাঁটির কাছ থেকে সরে যাচ্ছে এবং কিছুক্ষণ পরই কমলা রঙের আলো জ্বলে উঠেছে।

বিস্ফোরণের পেছনে কে দায়ী তা জানা যায়নি। তবে ইউক্রেন-রাশিয়া সংঘাতের সঙ্গে এটির সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিস্ফোরণের কারণ নিয়ে নানা তত্ত্ব উঠে এসেছে। কেউ কেউ মনে করছেন, এটি পুতিনের নিজস্ব মিসাইল পরীক্ষার ফলাফল হতে পারে, যা ব্যর্থ হয়েছে। এর আগে একই অঞ্চলে এমন পরীক্ষার কারণে বড় ধরনের ক্ষতি হয়েছিল।

স্থানীয় এক বাসিন্দা দ্য ব্যারেন্তস অবজার্ভারকে বলেছেন, ‘দুটি বিস্ফোরণ হয়েছিল। আমি স্তারোস্তিনা স্ট্রিটে ৮তলায় থাকি। আমার বাড়ি কেঁপে উঠেছিল। এটা ছিল ভীষণ ভয়ংকর।’

আরেকটি তত্ত্ব অনুযায়ী, এটি হতে পারে অস্ত্র নিষ্কাশনের একটি প্রচেষ্টা। ঘাঁটির কাছাকাছি এলাকায় মাঝে মাঝে এই ধরনের কাজ করা হয়।

সিসমোলজির বৈজ্ঞানিক উপদেষ্টা টোরমোড কভার্না জানান, তাঁর স্টেশন থেকে একটি সংকেত পাওয়া গেছে, যা একটি বড় বিস্ফোরণের ইঙ্গিত দেয়।

একজন বিশেষজ্ঞ উল্লেখ করেন, বেলা ২টা ৪৫-এর দিকে পরিষ্কার আকাশে তিনটি উজ্জ্বল আলো দেখা যায়। সেগুলো ধীরে ধীরে নেমে সেভেরোমর্স্ক-৩-এর দক্ষিণ-পূর্ব দিকে চলে যায়।’

বিস্ফোরণের দিন পুতিন একটি দীর্ঘ টেলিভিশন কল-ইন এবং প্রেস কনফারেন্স শেষ করেন। সেখানে তিনি বর্তমান বৈশ্বিক উত্তেজনার জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করেন।

কনফারেন্সের সময় তিনি আমেরিকান লেখক মার্ক টোয়েনের একটি উক্তি ব্যবহার করে কিছুটা হাস্যরস করার চেষ্টা করেন। পুতিন বলেন, ‘আমার মৃত্যু নিয়ে গুজব অনেক অতিরঞ্জিত।’

এই কনফারেন্সকে ‘একটি সুসংগঠিত এবং নিয়ন্ত্রিত আয়োজন’ হিসেবে বর্ণনা করেছে বিবিসি। পুতিন জানান, মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি চান, তবে তিনি তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত।

ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বাগ্‌বিতণ্ডায় গর্বিত ইউক্রেনের মানুষ

ইউক্রেন নিয়ে জরুরি আলোচনা, লন্ডনে জড়ো হচ্ছেন ইউরোপের নেতারা

ট্রাম্প-জেলেনস্কি দ্বন্দ্বে যুদ্ধ জয়ের চেয়েও বড় বিজয় পুতিনের

ইউক্রেনকে সামরিক-আর্থিক কোনো সহায়তাই দেবে না স্লোভাকিয়া

মার্কিন–ইউরোপ সম্পর্কে উত্তেজনা, যুক্তরাজ্যে উষ্ণ অভ্যর্থনা পেলেন জেলেনস্কি

যুক্তরাষ্ট্র-ইউরোপ সংকট ঘনীভূত, ট্রাম্প-জেলেনস্কির বাগ্‌বিতণ্ডায় ইঙ্গিত

কোকেনসেবী ভাঁড় জেলেনস্কির মুখের ওপর সত্য বলেছেন ট্রাম্প: মেদভেদেভ

ইউক্রেনের নিরাপত্তা: যুক্তরাষ্ট্রের বিকল্প হবে ইউরোপ?

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আপনি জুয়া খেলছেন, বৈঠকে জেলেনস্কিকে চেপে ধরেছেন ট্রাম্প

সম্পর্ক মেরামতে ইস্তাম্বুলে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠক