ব্রিটিশ নারী প্রেম সারগামের (ওশোর আশ্রমে প্রদত্ত নাম) বয়স এখন ৫৪ বছর। পারিবারিক সূত্রে শৈশবে তিনি ভারতীয় আধ্যাত্মিক গুরু ওশোর কাছে দীক্ষিত হয়েছিলেন। কিন্তু এই দীক্ষা তাঁর জীবনে এক কঠিন পরিণতি নিয়ে আসে। সম্প্রতি দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সারগাম দাবি করেছেন, ওশোর একাধিক আস্তানায় ‘অবাধ প্রেমের’ নামে শৈশবেই তিনি অন্তত ৫০ বার ধর্ষিত হয়েছেন।
সারগামের দুঃস্বপ্ন শুরু হয়েছিল ছয় বছর বয়সে। সে সময় তাঁর বাবা ভারতের পুনেতে ওশোর একটি আশ্রমে যোগ দিতে যুক্তরাজ্যের বাড়িঘর ত্যাগ করেছিলেন। পরে বাবার পথ ধরে সারগাম ও তাঁর মা একই আধ্যাত্মিক জ্ঞানের সন্ধান শুরু করেন এবং ওশোর মতাদর্শে দীক্ষিত হন। এর ফলে নাম পরিবর্তন করে কমলা রঙের পোশাক পরিধান করতে হয়েছিল সারগামকে। শুধু তা–ই নয়, শৈশবেই সারগামকে এমন একটি দর্শন গ্রহণ করতে বাধ্য করা হয়, যে দর্শন মনে করে—শিশুদের নিয়মিত যৌনতা দেখা উচিত এবং যুবতী হওয়ার পর তাঁদের যৌনযাত্রা প্রাপ্তবয়স্ক পুরুষদের দ্বারা পরিচালিত হওয়া উচিত।
সারগাম জানান, সেই সময়টিতে জনপ্রিয়তা পাওয়া ওশো-মতাদর্শে শিশুদের জন্য যৌনতার সংস্পর্শে আসাকে ভালো বলে মনে করা হতো। মাত্র ছয় বছর বয়সে এই অভিজ্ঞতার মুখোমুখি হওয়াকে একটি দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করেছেন তিনি।
দ্য টাইমসকে সারগাম আরও জানান, তিনি ভারতীয় রহস্যবাদী ভগবান শ্রী রজনীশ ওরফে ওশোর নেতৃত্বে ‘অসুস্থ সন্ন্যাসব্রতের’ যৌন আচরণের মধ্যে বড় হয়েছেন। ‘অবাধ প্রেমের’ নামে কীভাবে নাবালিকা অবস্থায় তাঁকে যৌন নির্যাতনের শিকার হতে বাধ্য করা হয়েছিল, সেই বর্ণনাও দেন সারগাম। দাবি করেন, তিনি ছয় বছর বয়সেই তিনটি আশ্রমে গুরুতর যৌন নির্যাতনের শিকার হয়েছেন।
আশ্রমের বর্ণনা দিতে গিয়ে সারগাম বলেন, ‘সেখানে শিশুদের যৌনতা সম্পর্কে কথা বলা এবং নিয়মিত প্রাপ্তবয়স্কদের যৌন ক্রিয়াকলাপে লিপ্ত হতে দেখাকে স্বাভাবিক বলে মনে করা হতো।’
সারগাম দাবি করেছেন, ১৬ বছর বয়সেই তাঁর বোধোদয় ঘটে। তিনি বুঝতে পারেন জীবনে অনেক বড় ভুল হয়ে গেছে। তিনি বলেন, ‘মাত্র ১৬ বছর বয়সে আমি বুঝতে পেরেছিলাম, কী ঘটেছে।’
ওশো ভারতের পুনেতে তাঁর আধ্যাত্মিক আন্দোলন প্রতিষ্ঠার আগে দর্শনের প্রভাষক ছিলেন। অপ্রচলিত ধ্যানের কৌশল এবং যৌন স্বাধীনতার ওপর জোর দেওয়ায় ভারতে ‘সেক্স গুরু’ হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন ওশো। যুক্তরাষ্ট্রে তাঁর ৯৩টি বিলাসবহুল গাড়ির সংগ্রহ ছিল। এ কারণে তাঁকে ‘রোলস-রয়েস গুরুও’ বলা হতো।