অনলাইন ডেস্ক
তুরস্কের স্থানীয় পর্যায়ের নির্বাচনে আংশিক ফলাফলে এখন পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট বা একে পার্টির চেয়ে এগিয়ে আছে বিরোধীরা। ঐতিহাসিক নগরী ইস্তাম্বুলসহ বেশ কয়েক গুরুত্বপূর্ণ নগরীতে বিরোধীরা জয় ছিনিয়ে নিয়েছেন। ব্যবধান খুব বেশি না হলেও সব মিলিয়ে বিরোধীরা যথেষ্ট এগিয়ে আছে।
তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুসারে, গতকাল রোববার অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে এরদোয়ানের দল একে পার্টি পেয়েছে ৩৫ দশমিক ৪৯ শতাংশ ভোট। বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্ট বা সিএইচপি পেয়েছে ৩৭ দশমিক ৭৪ শতাংশ ভোট।
এ ছাড়া, অন্য দলগুলোর মধ্যে নিউ ওয়েলফেয়ার পার্টি বা ওয়াইআরপি পেয়েছে ৬ দশমিক ১৯ শতাংশ ভোট, ডেমোক্রেটিক পার্টি তুরস্ক বা ডেম পার্টি পেয়েছে ৫ দশমিক ৬৮ শতাংশ ভোট, ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি বা এমএইচপি পেয়েছে ৪ দশমিক ৯৮ শতাংশ ভোট। এ ছাড়া অন্য দলগুলো পেয়েছে মোট ৯ দশমিক ৯১ শতাংশ ভোট।
বিগত কয়েকটি স্থানীয় নির্বাচনের মধ্যে এই নির্বাচনেই প্রথম এরদোয়ানের দল এমন ধাক্কা খেল। এর আগের নির্বাচনগুলোতে এরদোয়ানের একে পার্টি সর্বত্র প্রাধান্য ধরে রেখেছিল। এই নির্বাচনের মধ্য দিয়ে এরদোয়ানের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে একরেম ইমামোগুলুর উত্থান হচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের।
ইমামোগুলু ইস্তাম্বুলে একে পার্টির প্রার্থীকে হারিয়ে সেখানকার মেয়র নির্বাচিত হয়েছেন। ইমামোগুলু ২০১৯ সালে প্রথমবার একে পার্টির প্রার্থীকে হারিয়ে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন। তার আগে, টানা ২৫ বছর ইস্তাম্বুলের মেয়র পদে জয়ী হয়েছে একে পার্টির প্রার্থীরা। খোদ এরদোয়ানও এই ইস্তাম্বুলের মেয়র ছিলেন।