অনলাইন ডেস্ক
এক দিনের ব্যবধানে সার্বিয়ায় ফের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ৮ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাজধানী বেলগ্রেডে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। এর আগে বুধবার বিদ্যালয়ে গুলির ঘটনায় ৯ জন নিহত হন।
শুক্রবার এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সার্বিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিএসের বরাতে এএফপি জানায়, বন্দুকধারী ব্যক্তি চলন্ত গাড়ি থেকে গুলি চালায় এবং পালিয়ে যায়। হামলাকারীকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে। স্বজনদের খোঁজে আত্মীয়-স্বজনে হাসপাতালে ভিড় করছে। এরই মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ড্যানিকা গ্রুজিসিক হাসপাতাল পরিদর্শন করেছেন।
সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাতিস্লাভ গ্যাসিক এ হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছেন।
সার্বিয়ায় প্রকাশ্যে বন্দুক হামলার ঘটনা বিরল। দেশটির অস্ত্র আইন বেশ কঠিন হওয়া সত্ত্বেও ইউরোপের সবচেয়ে বেশি বৈধ অস্ত্রের মালিক সার্বিয়ানরা। ৯০-এর দশকে রাজনৈতিক অস্থিরতার সময় পশ্চিমা বলকানদের কাছে হাজারো অবৈধ অস্ত্র ছিল। ২০১৯ সালে এক সমীক্ষায় দেখা গেছে, সার্বিয়ার ১০০ জনের মধ্য ৩৯ জনের কাছেই আগ্নেয়াস্ত্র রয়েছে।