Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে আর বিনা মূল্যে ইন্টারনেট দেবেন না মাস্ক

অনলাইন ডেস্ক

ইউক্রেনে আর বিনা মূল্যে ইন্টারনেট দেবেন না মাস্ক

বিনা মূল্যে ইউক্রেনে ইন্টারনেট সেবা দিতে আগ্রহী নন ইলন মাস্ক। স্থানীয় সময় আজ শুক্রবার ইলন মাস্ক বলেছেন, তাঁর প্রতিষ্ঠান স্পেসএক্স স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইউক্রেনে আর ইন্টারনেট সেবা দিতে আগ্রহী নয়। প্রতিষ্ঠানটি এ জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের কাছে অনুদান চেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্কের এই মন্তব্য এমন এক সময়ে এল যার মাত্র কয়েক দিন আগেই ইলন মাস্ক রাশিয়া–ইউক্রেন সংকট নিরসনে ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দিয়ে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের প্রস্তাব দিয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা এক পোস্টে ইলন মাস্ক বলেছেন, ‘স্পেসএক্স অতীতে যে সেবা দিয়েছে তার ক্ষতিপূরণ বা বকেয়া চাচ্ছে না, কিন্তু বিদ্যমান ব্যবস্থা আমরা অনির্দিষ্টকালের জন্যও চালিয়ে নিতে পারি না।’

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সকে প্রতি মাসে ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইট পরিচালনার জন্য অন্তত ২ কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় ২০০ কোটি টাকারও বেশি ব্যয় করতে হয়। সম্প্রতি মাস্ক জানিয়েছিলেন, তাঁর প্রতিষ্ঠান ইউক্রেনে ইন্টারনেট সেবা চালু করার জন্য প্রায় ৮ কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৮০০ কোটি টাকারও বেশি ব্যয় করেছে।

মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে যে, স্পেসএক্স গত মাসে পেন্টাগনকে এক চিঠি পাঠিয়ে বলেছে, তারা ইউক্রেনের স্টারলিংক পরিষেবায় অনির্দিষ্ট কালের জন্য চালিয়ে যেতে পারে না। মার্কিন সামরিক বাহিনী প্রতি মাসে কয়েক মিলিয়ন ডলার সাহায্য না করলে তাদের ইউক্রেনে সেবা দেওয়া বন্ধ করতে হতে পারে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরপরই দেশটিতে ইন্টারনেট সেবা ব্যাহত হলে ইলন মাস্কের স্পেসএক্স স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা চালু করেছিল। 

‘পোলগ’ কী এমন রোগ, কেড়ে নিল লুক্সেমবার্গের রাজপুত্রকে

কার্গো ও তেল ট্যাংকারের সংঘর্ষ, যুক্তরাজ্যের উপকূলে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

মিথ্যাচারী রাজনীতিকদের পদচ্যুত করবে ওয়েলস

গ্যাস পাইপলাইনে হামাগুড়ি দিয়ে প্রবেশ, ইউক্রেনের তিন গ্রাম দখল রাশিয়ার

ফিলিস্তিনের পতাকা নিয়ে বিগবেনের চূড়ায় যুবক, ১৬ ঘণ্টা পর গ্রেপ্তার

বেকার হওয়া গবেষকদের স্বাগত জানাবে ফ্রান্স

ইউরোপকে পরমাণু শক্তিধর করতে চান জার্মানির হবু চ্যান্সেলর

ট্রাম্প–জেলেনস্কি বিতর্কের পর ইউক্রেনে সিরিজ হামলা শুরু করেছে রাশিয়া, নিহত ২৫

ফরাসি চিকিৎসকের যৌন লালসার শিকার ৩০০ নারী-কিশোরী, বাদ যায়নি ছেলের বান্ধবীও

ইউক্রেনে অস্থায়ী যুদ্ধবিরতি নিয়েও আলোচনায় প্রস্তুত পুতিন, দিলেন যেসব শর্ত