হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার তেলের ডিপোতে ইউক্রেনের ড্রোন হামলা, আগুন ছড়াল হাজার বর্গমিটার

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণাঞ্চলে এক তেলের ডিপোতে বিস্তীর্ণ এলাকাজুড়ে আগুন লেগেছে। চারটি তেলের ট্যাংকে আগুন লাগার পর দ্রুতই তা ১ হাজার বর্গমিটারের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

ব্রায়ানস্কের গভর্নর বলেন, ক্লিন্টসি শহরের কাছেই ড্রোনটি ভূপাতিত করা হয় এবং এর বিস্ফোরকগুলো তেলের ট্যাংকে এসে পড়ে। 

গত দুই দিনে এ নিয়ে দ্বিতীয়বার রাশিয়ার তেলের ডিপোতে ড্রোন হামলা হলো। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাশিয়ার দ্বিতীয় প্রধান শহর সেন্ট পিটার্সবার্গের এক প্রধান তেলের লোডিং টার্মিনালকে লক্ষ্যবস্তু করে নজিরবিহীন হামলা চালায় ইউক্রেন। রাশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়, কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই ওই ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের সীমান্ত থেকে চালানো এ হামলা যুদ্ধের নতুন ধাপে প্রবেশেরই ইঙ্গিত দেয়। 

ইউক্রেনের কৌশলগত শিল্পমন্ত্রী ওলেকসান্দর কামিশিন বলেন, ‘হ্যাঁ, গতরাতে আমরা লক্ষ্যবস্তুতে হামলা করেছি। ড্রোনটি ১ হাজার ২৫০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল।’ 

শুক্রবার (১৯ জানুয়ারি) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্রায়ানস্কের আকাশসীমা থেকে স্থানীয় সময় ভোর ৬টা ৪০ নাগাদ একটি ড্রোন ভূপাতিত করেছে। আঞ্চলিক প্রধান আলেকজান্দর বোগোমাজ বলেন, কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়া এরপর আরও দুটি ড্রোন ধ্বংস করা হয়েছে। 

গভর্নর বলেন, ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তরে ক্লিন্টসি তেল ডিপোতে কয়েক ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকায় ওই এলাকায় ৩০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। 

এমনকি ইউক্রেন সীমান্তের কয়েকশ কিলোমিটার উত্তর–পূর্বে তামবভ শহরের কাছে এক বারুদের কারখানায়ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

ইউক্রেনের প্রধান গোয়েন্দা বিভাগের একটি সূত্র কিয়েভের গণমাধ্যমকে বলে, রাশিয়ার ভেতরের সামরিক স্থাপনাগুলোর ওপর আরও হামলা চালানো হবে। কারণ রাশিয়ার বেশির ভাগ আকাশ প্রতিরক্ষা এবং ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ইউক্রেনের অধিকৃত অংশে। এ সুযোগই কাজে লাগানোর কৌশল নিয়েছে ইউক্রেন। 

গত কয়েক মাসে ইউক্রেনে পূর্ণাঙ্গ যুদ্ধ চালিয়ে তেমন কোনো অগ্রগতি করতে পারেনি রাশিয়া। তবে বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ভেসেলে গ্রাম দখলের দাবি করে। তবে কিয়েভ এখনো এ তথ্য নিশ্চিত করেনি।

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন