হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে মস্কো কখন হামলা চালাবে, জানতে চাইলেন রুশ কূটনীতিক

ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা তুঙ্গে। ন্যাটো প্রধান বিবৃতি দিয়ে রাশিয়ার কাছে সেনা প্রত্যাহারের প্রমাণ চেয়েছেন। পশ্চিমা সংবাদমাধ্যমগুলো একের পর এক বারুদে ঠাসা খবর পরিবেশন করছে। এর মধ্যেই ইউক্রেনে রাশিয়ার ‘কথিত’ হামলার ক্ষণ জানতে চাইলেন রুশ কূটনীতিক মারিয়া জাখারোভা।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা সংবাদমাধ্যমের কাছে কৌতুক করেই ইউক্রেনে রুশ হামলার ক্ষণ জানতে চেয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি মার্কিন ও ব্রিটিশ সংবাদমাধ্যমকে অনুরোধ করেছেন, তারা যেন চলতি বছরে ইউক্রেনে ‘রুশ হামলার’ ক্ষণটি অন্তত জানিয়ে দেয়। 

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া পোস্টে মারিয়া লেখেন, ‘ব্লুমবার্গ, নিউইয়র্ক টাইমস ও সান মিডিয়ার মতো মার্কিন ও ব্রিটিশ গুজবমাধ্যমগুলোর কাছ থেকে আমি জানতে চাই, আমাদের আসন্ন হামলাটি চলতি বছর আসলে কখন হবে। আমার ছুটির পরিকল্পনা করার আছে।’ 

তাসের প্রতিবেদনে বলা হয়, কিয়েভ এবং পশ্চিমা দেশগুলোর সংবাদমাধ্যমগুলো সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলা নিয়ে একের পর এক খবর পরিবেশন করে আসছে। তারা এমনকি আগ বাড়িয়ে হামলার তারিখও ঘোষণা করছে, যা সময়ে সময়ে পিছিয়েও দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর কথা বিশেষভাবে উল্লেখ করা যায়। 

পলিটিকো সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনে ১৬ ফেব্রুয়ারি হামলা চালাতে পারে। প্রসঙ্গটি উল্লেখ করে তাস জানায়, এর প্রভাব পড়েছে কিয়েভের ওপর। তাদের অর্থনীতির ওপর এ ধরনের গুজবের নেতিবাচক প্রভাব পড়েছে। এমন গুজবের প্রভাবে বিনিয়োগ হারাচ্ছে ইউক্রেন।

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন