অনলাইন ডেস্ক
চেক প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলীয় শহর অস্ট্রাভাতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা বিস্ফোরিত হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, খননকাজের সময় এক ব্যক্তি বোমাটি কাটার সময় সেটি বিস্ফোরিত হয়।
টুইটারে স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মৃত ব্যক্তি বোমটিকে নর্দমার পাইপ ভেবে কাটতে গেলে সেটি বিস্ফোরিত হয়।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, নিহত ব্যক্তির বয়স ৪৯। আর আহত ব্যক্তির বয়স ৩১। তিনি মাথায় হালকা আঘাত পেয়েছেন।
বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় ৫০ জনকে সরিয়ে নিয়েছে।
পুলিশের মুখপাত্র ইভা মিচালিকোভা এএফপিকে বলেছেন, ‘আমরা নিশ্চিত করতে পারি এটি বিমান থেকে ফেলা একটি বোমা ছিল।’
উত্তর-পূর্ব চেক প্রজাতন্ত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলাবারুদ ও বোমা প্রায়ই পাওয়া যায়।
গত বছর অবিস্ফোরিত বোমার কারণে চেক প্রজাতন্ত্রের পুলিশ তিনবার শতাধিক লোককে সরিয়ে নিয়েছিল।