লন্ডনভিত্তিক ফ্যাশন সাইট খানুমস-এর প্রতিষ্ঠাতা রোকেয়া খানুম। লন্ডনেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। বিশ্বখ্যাত ম্যাগাজিন ভ্যানিটি ফেয়ারে নিজের সফলতার পেছনে অনুপ্রেরণার কথা বলতে গিয়ে সবার আগে বাংলাদেশকেই টেনে আনলেন যুক্তরাজ্যে প্রথম প্রজন্মের দক্ষিণ এশীয় এই নারী।
মঙ্গলবার প্রকাশিত এক নিবন্ধে রোকেয়া জানান, তাঁর দক্ষিণ এশীয় চেতনার সঙ্গে যুক্তরাজ্যে আধুনিক পশ্চিমা ফ্যাশনের সংমিশ্রণ ঘটেছে। এর ছাপ দেখা যায় তাঁর ফ্যাশন বিষয়ক কারুকার্যে।
চারটি অনুপ্রেরণার কথা জানাতে গিয়ে রোকেয়া সবার আগে উল্লেখ করেছেন বাংলাদেশের পতাকার কথা। এই পতাকার সবুজ রং তাঁর ডিজাইন করা বহু পোশাকের অনুপ্রেরণা হয়েছে। বাংলাদেশি পতাকায় ব্যবহৃত দুটি রং এবং এগুলোর অন্তর্নিহিত অর্থকে তিনি ভালোবাসেন। সবুজ রঙের ভেতর দিয়ে তিনি বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্যের প্রতিচ্ছবি এবং জীবনের সম্ভাবনাকে দেখতে পান। তাঁর ডিজাইন করা বেশ কিছু গয়নাতেও সবুজ রঙের প্রাধান্য দেখা যায়।
একবার লন্ডনে অবস্থিত ‘দ্য ডিজাইন মিউজিয়ামে’ শাড়ি প্রদর্শনীতে গিয়ে প্রথমবারের মতো ফ্যাশনে পূর্ব ও পশ্চিমের সংযোগ ঘটানোর ইচ্ছা জাগে রোকেয়ার। বিভিন্ন পোশাকের ডিজাইনে তাই প্রায় সময়ই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয় শাড়ি।