হোম > বিশ্ব > ইউরোপ

জ্বালানি তেলের মূল্য কামানোর বিষয়টি রাশিয়ার জন্য ট্র্যাজেডি নয়: মস্কো

অনলাইন ডেস্ক

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে জি-৭ এবং ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি দেশ রাশিয়ার তেলের দাম কমিয়ে প্রতি ব্যারেল ৬০ ডলার নির্ধারণ করেছে। তবে বিষয়টি রাশিয়ার জন্য কোনো ট্র্যাজেডি নয় এবং তাঁরা আত্মবিশ্বাসী যে—শিগগিরই তেলের নতুন বাজার ক্রেতা খুঁজে পাবে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এএফপির প্রতিবেদন অনুসারে, সোমবার কার্যকর হওয়া মূল্যসীমা ইউক্রেনের ওপর আক্রমণের শাস্তি হিসেবে রাশিয়ার রাজস্ব সীমিত করার চেষ্টা করে, মস্কো যখন বিশ্ব বাজারে নিজেদের জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখতে চায় তখন ৫ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া নতুন মূল্য রাশিয়ার সেই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই র‍্যাবকভ সাংবাদিকদের বলেছেন, ‘আমার কোনো সন্দেহ নেই যে, আমরা আমাদের পণ্যের ক্রেতা খুঁজে পাবই।’ এ সময় তিনি জানান, রাশিয়ার কর্তৃপক্ষ জ্বালানি তেলের দাম কমানোর প্রভাব মোকাবিলায় প্রস্তুত। তিনি বলেন, ‘বাজার এই বিষয়ে কেমন প্রতিক্রিয়া দেখাবে তা আমরা পর্যবেক্ষণ করব। তবে যেকোনো ক্ষেত্রে এবং এই ক্ষেত্রেই আমাদের কোনো না কোনোভাবে সুরক্ষিত রাখা হবো হবে।’

এর আগে, ইউরোপীয় ইউনিয়ন জ্বালানি তেলের দাম কমিয়ে নির্ধারণ করার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ক্রেমলিন জানিয়েছে—তারা এই নতুন মূল্য নির্ধারণ মেনে নেবে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, ‘মস্কো সাতটি দেশ, ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া কর্তৃক রুশ জ্বালানির দাম নতুন করে নির্ধারিত করার বিষয়টি মোকাবিলার জন্য প্রস্তুত। এবং আমরা এই দাম নির্ধারণ মেনে নেব না।’ 

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

সেকশন