অনলাইন ডেস্ক
গ্রিনল্যান্ডের কথা ভাবলে ঠান্ডা, তুষার আর দূরবর্তী একটি স্থান এমন কিছু শব্দ আপনার মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। প্রথম দুটি বিষয় বদলানো সম্ভব না হলেও দ্রুতই এই দূরবর্তীতা কিছুটা কমে যাবে। কারণ, গ্রিনল্যান্ডের রাজধানী নুকে একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু হতে যাচ্ছে।
নতুন এই বিমানবন্দরের ২,২০০ মিটার (সাত হাজার ২১৭ ফুট) লম্বা রানওয়ে বড় বিমান অবতরণের সুযোগ দেবে। এটি গ্রিনল্যান্ডকে বিশ্বের বিভিন্ন এলাকার সঙ্গে সংযুক্ত করতে সাহায্য করবে।
আগামী বছরের জুন মাস থেকে বিভিন্ন ফ্লাইট ওঠানামা শুরু করবে বিমানবন্দরটিতে। ইউনাইটেড এয়ারলাইনস নিউ জার্সির নিউয়ার্ক থেকে গ্রীষ্মকালীন সরাসরি ফ্লাইট চালু করবে এখানে। গ্রিনল্যান্ডে পৌঁছাতে তখন সেখান থেকে মাত্র চার ঘণ্টার কিছু বেশি সময় লাগবে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
বর্তমানে প্রতি বছর প্রায় এক লাখ ৩০ হাজার দর্শনার্থী প্রমোদতরী বা উড়োজাহাজে চেপে গ্রিনল্যান্ড ভ্রমণ করেন। নতুন বিমানবন্দরের কারণে এ সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে কর্মকর্তারা চান, পর্যটনের সংখ্যা যেন নিয়ন্ত্রণের মধ্যে থাকে।
নতুন বিমানবন্দরের আগে বড় প্লেন গ্রিনল্যান্ডে অবতরণ করতে হলে কঙ্গারলুসুয়াক বা নারসারসুয়াক শহরে নামতে হতো। এই স্থানগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি পুরোনো সামরিক ঘাঁটি ছিল।
নুক বিমানবন্দরটি এখন এয়ার গ্রিনল্যান্ডের কেন্দ্র হিসেবে কাজ করবে। এখান থেকে ডেনমার্কের কোপেনহেগেন এবং আইসল্যান্ডের রেইকিয়াভিক সরাসরি ফ্লাইট চলবে। এটি প্রতি ঘণ্টায় ৮০০ জন যাত্রীকে সামলানোর ক্ষমতা রাখে।
গ্রিনল্যান্ড এয়ারপোর্টের প্রধান নির্বাহী জেন্স লরিডসেন জানিয়েছেন, নতুন এই বিমানবন্দর গ্রিনল্যান্ডের পর্যটন ও অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে। প্রতিটি ফ্লাইট প্রায় দুই লাখ মার্কিন ডলার অর্থনীতিতে যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, ‘এখানে ভ্রমণটি মোটেই সাধারণ কোনো অভিজ্ঞতা নয়। বরং এখানে এলে অনন্য এক রোমাঞ্চের অনুভূতি হবে আপনার।’
গ্রিনল্যান্ডের জনপ্রিয় ইউটিউবার কুপানুক ওলসেন, যার ইউটিউব চ্যানেলে ৪ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে, নতুন বিমানবন্দরে প্রথম ফ্লাইটে থাকার পরিকল্পনা করেছেন। তিনি বলেন, ‘আমি রানওয়েতে প্রথম ফ্লাইটে উঠব এটা ভেবে খুব খুব উত্তেজিত ... এটা চমৎকার হবে।
গ্রিনল্যান্ডের পর্যটন সংস্থার প্রধান নির্বাহী অ্যানে নিভিকা গ্রোডেম বিশ্বাস করেন, নতুন এই বিমানবন্দর শুধু পর্যটন নয়, গ্রিনল্যান্ডের সমাজেও ইতিবাচক পরিবর্তন আনবে।
‘পর্যটন অনেক বড় পরিবর্তনের কারণ হতে পারে,’ বলেন নিভিকা গ্রোডেম, ‘আমাদের লক্ষ্য হলো স্থানীয়দের সুযোগ তৈরি করা, পর্যটকদের চাহিদা মেটানো এবং দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা।’
২০২৬ সালের মধ্যে আরও দুটি বিমানবন্দর চালু হবে ডেনমার্কের অন্তর্ভুক্ত এই শীতল এলাকাটিতে। এগুলো উত্তরাঞ্চলের ইলুলিসাত এবং দক্ষিণের কাকোর্টোক শহরকে সংযুক্ত করবে। যেহেতু গ্রিনল্যান্ডে খুব অল্প রাস্তা রয়েছে, তাই বিমান এবং নৌকা দিয়ে ভ্রমণ সহজ হবে।
গ্রোডেম আরও বলেন, ‘গ্রিনল্যান্ড শুধুমাত্র একটি স্থান নয়; এটি এমন এক অভিজ্ঞতা যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। যারা এখানে আসবেন, তাদের উন্মুক্ত মন এবং অ্যাডভেঞ্চার করার ইচ্ছা নিয়ে আসা উচিত। এখানকার প্রকৃতি এবং শান্ত পরিবেশ আপনাকে নিজের সঙ্গে নতুনভাবে যুক্ত হতে সাহায্য করবে।’