অনলাইন ডেস্ক
রাশিয়ার পণ্যবাহী এক কার্গো জাহাজ আটক করেছে ফ্রান্স। শনিবার ইংলিশ চ্যানেলে ওই জাহাজটি আটক করে ফরাসি নৌবাহিনী। পরে জাহাজটিকে ফ্রান্সের বুলোনে সু-মের বন্দরে নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বিষয়টি নিশ্চিত করেছে।
ফরাসি কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, ইউক্রেন আক্রমণের সূত্র ধরে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর নতুন যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সঙ্গে সংগতি রেখেই জাহাজটি আটক করা হয়েছে।
ফরাসি নৌবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বাল্টিক লিডার’ নামে গাড়ি পরিবহনকারী ১২৭ মিটার দীর্ঘ ওই রুশ পণ্যবাহী জাহাজটিকে ফরাসি নৌবাহিনী চ্যানেলে রাতারাতি আটক করেছে এবং উত্তর ফ্রান্সের বুলোনে সু-মের বন্দরে নেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, ‘ফরাসি সরকারের অনুরোধে জাহাজটিকে বন্দরে নেওয়া হয়েছে, কারণ এটি মস্কোর বিরুদ্ধে আরোপিত ইইউ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন বলে সন্দেহ করা হচ্ছে। ফরাসি কোস্ট গার্ড বর্তমানে কার্গো জাহাজটির তদন্ত করছে।’ আটকের সময় ‘বাল্টিক লিডার’ জাহাজের ক্রুরা ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করছে বলেও জানান ওই কর্মকর্তা।
এ দিকে রুশ বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, ফ্রান্স কর্তৃক রুশ জাহাজ আটকের ঘটনায় রুশ দূতাবাস ফরাসি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছে।