হোম > বিশ্ব > ইউরোপ

ইংলিশ চ্যানেলে রুশ জাহাজ আটক

রাশিয়ার পণ্যবাহী এক কার্গো জাহাজ আটক করেছে ফ্রান্স। শনিবার ইংলিশ চ্যানেলে ওই জাহাজটি আটক করে ফরাসি নৌবাহিনী। পরে জাহাজটিকে ফ্রান্সের বুলোনে সু-মের বন্দরে নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বিষয়টি নিশ্চিত করেছে। 

ফরাসি কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, ইউক্রেন আক্রমণের সূত্র ধরে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর নতুন যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সঙ্গে সংগতি রেখেই জাহাজটি আটক করা হয়েছে। 

ফরাসি নৌবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বাল্টিক লিডার’ নামে গাড়ি পরিবহনকারী ১২৭ মিটার দীর্ঘ ওই রুশ পণ্যবাহী জাহাজটিকে ফরাসি নৌবাহিনী চ্যানেলে রাতারাতি আটক করেছে এবং উত্তর ফ্রান্সের বুলোনে সু-মের বন্দরে নেওয়া হয়েছে।’ 

তিনি আরও জানান, ‘ফরাসি সরকারের অনুরোধে জাহাজটিকে বন্দরে নেওয়া হয়েছে, কারণ এটি মস্কোর বিরুদ্ধে আরোপিত ইইউ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন বলে সন্দেহ করা হচ্ছে। ফরাসি কোস্ট গার্ড বর্তমানে কার্গো জাহাজটির তদন্ত করছে।’ আটকের সময় ‘বাল্টিক লিডার’ জাহাজের ক্রুরা ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করছে বলেও জানান ওই কর্মকর্তা। 

এ দিকে রুশ বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, ফ্রান্স কর্তৃক রুশ জাহাজ আটকের ঘটনায় রুশ দূতাবাস ফরাসি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছে। 

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন