হোম > বিশ্ব > ইউরোপ

আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে ফের সংঘাত, নিহত ১৫

আবারও নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে। এতে বেশ কয়েকজন আর্মেনিয়ান সেনা নিহত ও বন্দী হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে ।

 আর্মেনিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কিছু সৈন্য মারা গেছে। পাশাপাশি দুটি সামরিক চৌকির নিয়ন্ত্রণ হারিয়েছে।  আজারবাইজানের পক্ষ থেকে বলা হয়েছে, সংঘাতে তাদের দুজন সেনা আহত হয়েছে। 

 বিরোধপূর্ণ ভূখণ্ড নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে গত বছর হওয়া আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধে ছয় হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পরে রাশিয়ার মধ্যস্থতায় ওই যুদ্ধ শেষ হয়। 

এদিকে মঙ্গলবার নতুন করে শুরু হওয়া সংঘাত থামাতে রাশিয়ার সাহায্য চেয়েছে আর্মেনিয়া। 

 নতুন এই সংঘাতের জন্য আজারবাইজানকে দুষছে আর্মেনিয়া। দেশটি দাবি করছে, তাদের ১২ জন সেনাকে আজারবাইজানি সেনারা বন্দী করে নিয়ে গেছে। এদিকে আর্মেনিয়ার পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান এডুয়ার্ড আগাজানিয়ান জানিয়েছেন, নতুন করে সংঘাতে তাদের ১৫ সেনা নিহত হয়েছেন। 

আজারবাইজানের পক্ষ থেকে বলা হচ্ছে, আর্মেনিয়ার হামলা চালানোর পরই পাল্টা হামলা চালানো হয়েছে। 

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন