যুক্তরাজ্যে করোনার নতুন ধরন ডেলটাক্রনে আক্রান্ত বেশ কয়েকজন রোগী শনাক্ত করা হয়েছে। করোনার হাইব্রিড এই ধরন ডেলটা ও ওমিক্রনের সংযুক্তিতে তৈরি হয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
দ্য ইউকে সিকিউরিটি এজেন্সির পক্ষ থেকে বলা হয়, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে এই ধরন কতটুকু সংক্রামক এবং এর উপসর্গ কেমন গুরুতর তা যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়নি।
ডেলটা ও ওমিক্রনে পুরো বিশ্বে করোনার সংক্রমণ বেড়ে যায়। গত বছরের শেষে ডেলটাক্রন প্রথম সাইপ্রাসে শনাক্ত হয়। ইউনিভার্সিটি অব সাইপ্রাসের জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক লিওনদিওস কসত্রিকিস করোনাভাইরাসের নতুন এই ধরনের নাম দেন ‘ডেলটাক্রন’। কারণ এর ডেল্টার মতো জিনবিন্যাসে ওমিক্রনের মতো জিনগত বৈশিষ্ট্যও আছে।
করোনাভাইরাসের নতুন এই ধরনে সংক্রমিত হয়েছেন এমন ২৫ জনকে পরীক্ষা চালিয়ে শনাক্ত করেন কসত্রিকিস ও তার দল।
নভেম্বরের শেষে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় করোনাভাইরাসের ওমিক্রন ধরন।