হোম > বিশ্ব > ইউরোপ

হঠাৎ ইউক্রেন সফরে অ্যাঞ্জেলিনা জোলি

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যেই হঠাৎ ইউক্রেন সফরে গেছেন বিশ্বখ্যাত হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। গতকাল শনিবার তিনি দেশটির লভিভ শহর পরিদর্শন করেছেন। সেখানে তিনি যুদ্ধে উদ্বাস্তু হওয়া কিছু মানুষের সঙ্গে দেখা করেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

রয়টার্স জানিয়েছে, ৪৬ বছর বয়সী জোলি জাতিসংঘের শরণার্থী সংস্থার একজন বিশেষ দূত। তিনি বলেছেন, যুদ্ধের কারণে ইউক্রেনের প্রায় ১ কোটি ২৭ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। এই সংখ্যা ইউক্রেন যুদ্ধ শুরুর আগের মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ। 

লভিভের একটি রেলস্টেশন পরিদর্শনের সময় জোলি যুদ্ধে বাস্তুচ্যুতদের সঙ্গে কাজ করা স্বেচ্ছাসেবকদের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন স্বেচ্ছাসেবকেরা তাঁকে বলেন, কর্তব্যরত মনোরোগ বিশেষজ্ঞরা প্রতিদিন প্রায় ১৫ জনের সঙ্গে কথা বলছেন। তাঁরা আরও জানান, স্টেশনে থাকা বেশির ভাগ শিশুর বয়স ২ থেকে ১০ বছরের মধ্যে। 

অ্যাঞ্জেলিনা জোলি বলেন, ‘এই শিশুরা কতটা ধাক্কা খেয়েছে তা আমি জানি। মানসিক ধাক্কা শিশুদের ভীষণভাবে প্রভাবিত করে। আমি জানি এই শিশুরা কতটা গুরুত্বপূর্ণ, তাদের কণ্ঠস্বর কতটা গুরুত্বপূর্ণ।’ 

এ সময় অ্যাঞ্জেলিনা জোলি স্টেশনে থাকা একটি ছোট্ট মেয়েকে আদর করেন। লাল পোশাক পরা শিশুটি আনন্দে হেসে ওঠে। তিনি স্বেচ্ছাসেবক ও শিশুদের সঙ্গে ছবিও তোলেন। 

গত মাসে আরেক যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন সফরে গিয়েছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। যুদ্ধের কারণে ইয়েমেনে লাখ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে। 

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন