হোম > বিশ্ব > ইউরোপ

সাইপ্রাসে এবার করোনার যুগল রূপ ‘ডেলটাক্রন’

সাইপ্রাসে এবার পাওয়া গেল করোনার যুগল রূপ ‘ডেলটাক্রন’। এর আগে করোনাভাইরাসের ডেলটা ধরনে সারা বিশ্ব ভুগেছে। এখন ভুগছে ওমিক্রন ধরনের কারণে। এর মধ্যে সংক্রমণ হারে ওমিক্রন এবং আক্রান্তের অসুস্থতার মাত্রা বিচারে ডেলটা ধরন নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। এবার এ দুইয়ের সমন্বয়ে এসেছে ডেলটাক্রন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ডেলটা ও ওমিক্রনের সমন্বিত একটি ধরন সাইপ্রাসে শনাক্ত হয়েছে। একে ডেলটাক্রন বলা হচ্ছে। এরই মধ্যে এই নতুন ধরনে আক্রান্তদের ২৫টি নমুনা গত শুক্রবার ভাইরাসের ধরন সম্পর্কিত আন্তর্জাতিক তথ্যভান্ডার জিআইএসএইডে পাঠানো হয়েছে।

সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের অধ্যাপক এবং ল্যাবরেটরি অব বায়োটেকনোলজি অ্যান্ড মলিকিউলার ভাইরোলজির প্রধান লিওনডিস কোস্ট্রিকিস জানিয়েছেন, কোভিড-১৯ এর একটি নতুন ধরন পাওয়া গেছে, যা ভাইরাসটির ডেলটা ও ওমিক্রন ধরনের সমন্বিত একটি রূপ। শুক্রবার সাইপ্রাসের স্থানীয় টিভি চ্যানেল সিগমা টিভিতে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ডেলটা ও ওমিক্রনের যুগল সংক্রমণ হচ্ছে এখন। আমরা দেখেছি, এটা হচ্ছে একটি নতুন ধরনের কারণে, যা এই দুইয়ের সমন্বিত একটি রূপ। এতে জিনোম ডেলটার মতো, যেখানে রয়েছে ওমিক্রনের জেনেটিক কাঠামোর স্বাক্ষরও।’

কোস্ট্রিকিস ও তাঁর সহকর্মীরা এ ধরনের ২৫টি সংক্রমণ শনাক্ত করেন। প্রাথমিক গবেষণায় তাঁরা দেখেন, ডেলটাক্রনে ধরন কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে। কোস্ট্রিকস বলেন, ‘এর সংক্রমণ হার বেশি নাকি এর কারণে গুরুতর অসুস্থ হওয়ার হার বেশি, তা আমরা পরবর্তী ধাপে বোঝার চেষ্টা করছি।’

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন