হোম > বিশ্ব > ইউরোপ

সাইপ্রাসে এবার করোনার যুগল রূপ ‘ডেলটাক্রন’

অনলাইন ডেস্ক

সাইপ্রাসে এবার পাওয়া গেল করোনার যুগল রূপ ‘ডেলটাক্রন’। এর আগে করোনাভাইরাসের ডেলটা ধরনে সারা বিশ্ব ভুগেছে। এখন ভুগছে ওমিক্রন ধরনের কারণে। এর মধ্যে সংক্রমণ হারে ওমিক্রন এবং আক্রান্তের অসুস্থতার মাত্রা বিচারে ডেলটা ধরন নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। এবার এ দুইয়ের সমন্বয়ে এসেছে ডেলটাক্রন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ডেলটা ও ওমিক্রনের সমন্বিত একটি ধরন সাইপ্রাসে শনাক্ত হয়েছে। একে ডেলটাক্রন বলা হচ্ছে। এরই মধ্যে এই নতুন ধরনে আক্রান্তদের ২৫টি নমুনা গত শুক্রবার ভাইরাসের ধরন সম্পর্কিত আন্তর্জাতিক তথ্যভান্ডার জিআইএসএইডে পাঠানো হয়েছে।

সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের অধ্যাপক এবং ল্যাবরেটরি অব বায়োটেকনোলজি অ্যান্ড মলিকিউলার ভাইরোলজির প্রধান লিওনডিস কোস্ট্রিকিস জানিয়েছেন, কোভিড-১৯ এর একটি নতুন ধরন পাওয়া গেছে, যা ভাইরাসটির ডেলটা ও ওমিক্রন ধরনের সমন্বিত একটি রূপ। শুক্রবার সাইপ্রাসের স্থানীয় টিভি চ্যানেল সিগমা টিভিতে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ডেলটা ও ওমিক্রনের যুগল সংক্রমণ হচ্ছে এখন। আমরা দেখেছি, এটা হচ্ছে একটি নতুন ধরনের কারণে, যা এই দুইয়ের সমন্বিত একটি রূপ। এতে জিনোম ডেলটার মতো, যেখানে রয়েছে ওমিক্রনের জেনেটিক কাঠামোর স্বাক্ষরও।’

কোস্ট্রিকিস ও তাঁর সহকর্মীরা এ ধরনের ২৫টি সংক্রমণ শনাক্ত করেন। প্রাথমিক গবেষণায় তাঁরা দেখেন, ডেলটাক্রনে ধরন কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে। কোস্ট্রিকস বলেন, ‘এর সংক্রমণ হার বেশি নাকি এর কারণে গুরুতর অসুস্থ হওয়ার হার বেশি, তা আমরা পরবর্তী ধাপে বোঝার চেষ্টা করছি।’

ইউরোপে ন্যাটোভুক্ত দেশে পারমাণবিক বোমার মজুত বাড়াল যুক্তরাষ্ট্র

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

সেকশন