যুক্তরাজ্যে একদিনে ১ লাখ ১৯ হাজার ৭৮৯ করোনা রোগী শনাক্ত হয়েছে। যা দেশটিতে একদিনে সর্বোচ্চ। এদিকে পুরো যুক্তরাজ্যজুড়ে বেড়ে চলছে করোনার অতিসংক্রামক ধরন।
বৃহস্পতিবার যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়, একদিনে ১ লাখ ১৯ হাজার ৭৮৯ করোনা রোগী শনাক্ত হয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে যুক্তরাজ্য।
এদিকে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির বিশ্লেষণে বলা হয়েছে, ওমিক্রনে আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি অনেক কম। আক্রান্তদের আগের ভ্যারিয়েন্টের তুলনায় ৫০ শতাংশ থেকে ৭০ শতাংশ পর্যন্ত হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই।
তাদের প্রাথমিক ফলাফলগুলো ‘উত্সাহজনক’ তবে এখনো ভ্যারিয়েন্টটি অনেক মানুষকে হাসপাতালে নিতে পারে বলে বিশ্লেষণে জানিয়েছে এজেন্সিটি।