অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কার্যালয় জানিয়েছে, ইসরায়েলে যুক্তরাজ্যের দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুসালেমে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। ঋষি সুনাকের কার্যালয়ের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে ঋষির পূর্বসূরি লিজ স্ট্রাসের এই বিষয়ের মনোভাবকে বাতিল করে দেওয়া হলো।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ঋষি সুনাকের মুখপাত্র সাংবাদিকদের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার জানিয়েছেন—দূতাবাস স্থানান্তরের পরিকল্পনাটি ছিল মূলত পূর্ববর্তী প্রশাসনের। বর্তমানে যুক্তরাজ্যের এই বিষয়ে কোনো পরিকল্পনাই নেই।
ইসরায়েলে অধিকাংশই দেশেরই দূতাবাস তেল আবিবে অবস্থিত। বিগত কয়েক দশক ধরে দেশটিতে ব্রিটিশ দূতাবাসও তেল আবিবেই অবস্থিত। তবে ইসরায়েল জেরুসালেমকে নিজেদের রাজধানী বলে ঘোষণা করলেও কোনো দেশই সেভাবে তেল আবিব থেকে স্থানান্তর করেনি।
এর আগে, চলতি বছরের সেপ্টেম্বরের শেষ দিকে লিজ ট্রাস জানিয়েছিলেন যে, তিনি ইসরায়েলে ব্রিটিশ দূতাবাস জেরুসালেমে স্থানান্তরের কথা ভাবছেন। সে সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ের লাপিদের সঙ্গে এই বিষয়ে কথা বললেও তাঁর এই মনোভাব ফিলিস্তিনিদের কাছ থেকে ব্যাপক সমালোচনা এবং প্রতিবাদের সম্মুখীন হয়। এমনকি নিজের ঘরেই প্রতিবাদের সম্মুখীন হন তিনি।