হোম > বিশ্ব > ইউরোপ

ভূমিকম্পের সময় ইনকিউবেটরে নবজাতকদের রক্ষায় জীবনবাজি দুই নার্সের

তুরস্কে ভূমিকম্পের সময় একটি হাসপাতালে ইনকিউবেটরে থাকা নবজাতকদের বাঁচাতে দুই নার্সের মরিয়া চেষ্টার ভিডিও দেখে আবেগ আপ্লুত হয়ে পড়ছেন নেটিজেনরা। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ এখন ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেটে। 

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, তুরস্কের দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালের নবজাতক ইউনিটে দুজন নার্স শশব্যস্ত হয়ে ঢুকছেন। তখন ভূমিকম্পে কাঁপছে গোটা ভবন। ইনকিউবেটরগুলোও ভয়ানক রকম নড়ে বেড়াচ্ছে। নবজাতক রাখা দুটি ইনকিউবেটর জড়িয়ে আগলে রাখার চেষ্টা করছেন দুজন নার্স। 

তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার উত্তরাঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৪২ হাজারের বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুই দেশের বিস্তীর্ণ লোকালয়। 

সৌভাগ্যক্রমে ওই হাসপাতালটি রক্ষা পেয়েছে। নার্স দুজন অক্ষত আছেন। বেঁচে গেছে নবজাতকেরাও। পরে দুই নার্সের সঙ্গে কথা বলেছে বিবিসি। 

গাজেল কালিস্কান ও দেবলেত নিজাম নামে ওই দুই নার্স বিবিসিকে বলেন, ওই সময়টায় তাঁরা নিজেদের কথা ভাবেননি। তাঁদের মাথায় তখন শুধুই নবজাতকদের বাঁচানোর চিন্তা। কোনোভাবেই যেন ইনকিউবেটর ক্ষতিগ্রস্ত না হয়, এর সঙ্গে যুক্ত টিউবগুলো যেন ছুটে না যায়— তাঁরা প্রাণপণে সেই চেষ্টা করেছেন। 

তুরস্কের গাজিয়ান্তেপ অঞ্চলে ওই হাসপাতালের অবস্থান। গাজিয়ান্তেপের কাছেই ছিল গত ১৩ ফেব্রুয়ারির ওই ভূমিকম্পের উপকেন্দ্র।

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন