অনলাইন ডেস্ক
বিশ্বব্যাপী ব্যবসার মোগলরা শ্রদ্ধার সঙ্গে রানি দ্বিতীয় এলিজাবেথকে স্মরণ করেছেন।
বিলিয়নিয়ার স্যার রিচার্ড ব্র্যানসন বলেছেন, ‘রানি নেতৃত্বকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। সারা জীবন তিনি সেবা করেছেন, ব্রিটিশ মূল্যবোধের পক্ষে দাঁড়িয়েছেন, একটি পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে ব্রিটেনকে তাল মেলাতে কাজ করেছেন।’
অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেছেন, ‘অন্যের সেবায় আপনার জীবন উৎসর্গ করার চেয়ে মহৎ আর কিছু নেই।’
এদিকে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস বলেছেন, তিনি রানির চেয়ে ব্যক্তিত্বশীল আর কাউকে ভাবতে পারেন না।
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, ‘রানির সঙ্গে দেখা করতে পেরে তিনি সম্মানিত।’