২০২৪ সালে বেশিরভাগ দেশে মূল্যস্ফীতি কমেছে। তবে সাধারণ জনগণের মধ্যে অসন্তোষ কমেনি। বিগত বছরগুলোতে ডিম থেকে শুরু করে জ্বালানিসহ প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে, যা নির্বাচনের সময় ক্ষমতাসীন দলগুলোকে কঠোর চাপের মুখে ফেলে। ফ্রান্স, জার্মানি, জাপান ও ভারতে ক্ষমতাসীন দলগুলোর নির্বাচনী ফল এর প্রমাণ।
চার বছর আগে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়ে জালিয়াতির মিথ্যা অভিযোগ তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এবার উচ্চ মূল্যাস্ফীতিই দ্বিতীয়বার প্রেসিডেন্ট হতে দিয়েছে। ২০২১ সালের ৬ জানুয়ারি তাঁর সমর্থকেরা ক্যাপিটাল হিলে হামলা চালিয়ে ভোটের ফল পাল্টানোরও চেষ্টা করেছিল। কিন্তু এবার তাঁদের সেটা করতে হয়নি, ব্যালটের মাধ্যমে তাঁরা অবস্থান জানিয়েছে। ট্রাম্প আবারও ক্ষমতায় এসেছেন।
কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বিশ্ব বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরই সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। তিনি বলেছেন, ‘বিশ্ব এখন অনেক বেশি বিপজ্জনক অবস্থায় রয়েছে। কারণ ট্রাম্পের নেতৃত্বে কোনো রকমের কৌশলগত স্থিতিশীলতা নেই।’
এ ছাড়া মূল্যস্ফীতিজনিত অসন্তোষের কারণে যুক্তরাজ্য, পর্তুগাল, বতসোয়ানা ও পানামাতেও নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সঙ্গে ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য দক্ষিণ কোরিয়ায় ভোটাররা বিরোধী দলকে ক্ষমতায় এনেছে। ভারসাম্যের প্রয়োজনীয়তাও পরে দেখা গেছে। এই ডিসেম্বরেই ইউন সামরিক শাসন করতে চেয়েছিলেন সংসদ সদস্যদের আপত্তির কারণে কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করে নেন। তাতে রক্ষাও হয়নি, তিনি অভিসংশিত হয়েছেন।
এদিকে রাশিয়ায় কোনো পরিবর্তন দেখা যায়নি। ভ্লাদিমির পুতিন ৮৮ শতাংশ ভোট পেয়ে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, যা সোভিয়েত-পরবর্তী যুগের জন্য রেকর্ড। রাশিয়া এখনো ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং বেশ সফল হয়েছে। তবে ট্রাম্পের নেতৃত্বে এই যুদ্ধ কোনদিকে মোড় নেবে তা নিয়ে ইউক্রেন ও ইউরোপজুড়ে উদ্বেগ রয়েছে।
ট্রাম্প একদিনের মধ্যে এই যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন, যা অনেকের কাছে পুতিনের প্রতি সমর্থন ও স্থিতাবস্থা বজায় রাখার ইঙ্গিত বলে মনে হচ্ছে।
মধ্যপ্রাচ্যে ধ্বংসযজ্ঞ জারি রেখেছে ইসরায়েল এবং সম্প্রতি তা গাজা থেকে লেবাননে ছড়িয়েছে। তবে লেবাননে হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৪ সালে সর্বোচ্চ সংখ্যক হিজবুল্লাহ নেতা নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যের আরেক দেশ সিরিয়ায় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সমন্বিত তৎপরতায় বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হয়েছেন। এখন সেই বিদ্রোহীরাই দেশ পরিচালনার চেষ্টা করছে।
বিশ্বজুড়ে বড় বড় কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মানিয়ে নেওয়ার উপায় খুঁজছে। বিনিয়োগকারীদের কাছে প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের শীর্ষস্থানীয় ৫০০টি কোম্পানি নিয়ে গঠিত বিশেষ সূচক এসএন্ডপি ৫০০- এর মোট বাজার মূলধনের এক-তৃতীয়াংশই প্রযুক্তি কোম্পানিগুলোর দখলে।
টেক জায়ান্ট টেসলার প্রধান ইলন মাস্ক, যিনি ট্রাম্পের একজন উপদেষ্টা ও অর্থদাতা। ২০২৫ সালের বিশ্ব রাজনীতি ও প্রযুক্তিতে ট্রাম্প-মাস্কের যৌথশক্তি বড় ভূমিকা রাখতে পারে।