Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

সুইডেনে দুজনের বিরুদ্ধে কোরআন পোড়ানোর অভিযোগ

অনলাইন ডেস্ক

সুইডেনে দুজনের বিরুদ্ধে কোরআন পোড়ানোর অভিযোগ

গত গ্রীষ্মের একাধিক বিক্ষোভে জাতিগত বিদ্বেষ ছড়ানোর অভিযোগে বুধবার অন্তত দুজনকে অভিযুক্ত করেছেন সুইডিশ প্রসিকিউটররা। ওই বিক্ষোভগুলোতে মুসলিম ধর্মীয় পবিত্র গ্রন্থ কোরআন পোড়ানোর মতো ঘটনাও ঘটেছে।

এ বিষয়ে দ্য ন্যাশনাল পত্রিকাকে সিনিয়র প্রসিকিউটর আনা হ্যাঙ্কিও বলেছেন, অভিযুক্ত দুজন তাঁদের বিশ্বাসের কারণে মুসলমানদের প্রতি অবমাননা প্রকাশ করতে কোরআনের সঙ্গে খারাপ আচরণ করেছিলেন। ২০২৩ সালে ঈদের দিন স্টকহোমে একটি কোরআন পোড়ানোর ঘটনার সঙ্গে অভিযুক্তরা যুক্ত ছিলেন। এই ঘটনাটি বিশ্বের মুসলিম দেশগুলোতে ক্ষোভের জন্ম দিয়েছিল।

হ্যাঙ্কিও আরও জানান, অভিযুক্ত সালওয়ান মোমিকা ও সালওয়ান নাজেম নামে দুই ইরাকি বংশোদ্ভূত অভিবাসীর কোরআন পোড়ানোর ঘটনার ভিডিও রেকর্ডও আছে।

এদিকে অভিযুক্ত নাজেম কোনো অন্যায় করেননি বলে দাবি করেছেন তাঁর আইনজীবী মার্ক সাফারইয়ান। সুইডেনের সংবিধানে তাঁর কর্মকাণ্ডের বৈধতা দেওয়া আছে বলেও মন্তব্য করেন সাফারইয়ান।

এ বিষয়ে মোমিকার কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না জানা গেলেও ইতিপূর্বে তিনি জানিয়েছিলেন, ইসলাম ধর্মের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এবং পবিত্র কোরআন নিষিদ্ধের করার দাবিতে তিনি বিক্ষোভ করেছেন।

সুইডিশ অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, মিথ্যা তথ্য দিয়ে সুইডেনে বসবাসের অনুমতি চেয়েছেন মোমিকা। এ জন্য তাঁকে ইরাকে প্রত্যাবাসন করারও চেষ্টা হয়েছিল। কিন্তু ইরাকে ফিরে গেলে নির্যাতনের শিকার হতে পারে এমন ঝুঁকি বিবেচনায় প্রত্যাবাসন থেকে বিরত থাকা হয়।

সুইডিশ প্রসিকিউটর হ্যাঙ্কিও জানিয়েছেন, মোমিকা ও নাজেম যে অভিযোগে অভিযুক্ত হয়েছেন, তাতে তাঁদের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে।

কোকেনসেবী ভাঁড় জেলেনস্কির মুখের ওপর সত্য বলেছেন ট্রাম্প: মেদভেদেভ

ইউক্রেনের নিরাপত্তা: যুক্তরাষ্ট্রের বিকল্প হবে ইউরোপ?

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আপনি জুয়া খেলছেন, বৈঠকে জেলেনস্কিকে চেপে ধরেছেন ট্রাম্প

সম্পর্ক মেরামতে ইস্তাম্বুলে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্র-রাশিয়া বৈঠক

নিরাপত্তা নিশ্চয়তা না দিয়েই ইউক্রেনের খনিজ নিচ্ছে যুক্তরাষ্ট্র, চুক্তি শিগগির

যুক্তরাজ্যে ভিসা আবেদনকারীদের সার্বক্ষণিক সহায়তা দেবে ভিএফএস গ্লোবালের এআই চ্যাটবট

ইউক্রেনে ইউরোপীয় বাহিনীর উপস্থিতি: ট্রাম্পের হ্যাঁ, পুতিনের না

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ চুক্তিতে সম্মত হয়েছে ইউক্রেন

ইউক্রেন যুদ্ধ বন্ধে মাখোঁর ‘এন্ডগেম’ প্রস্তাব, যা আছে এতে

ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে কয়েক সপ্তাহের মধ্যে, ট্রাম্প ও মাখোঁর এক সুর