হোম > বিশ্ব > ইউরোপ

বাংলাদেশে এসে যেভাবে আটকা পড়েছিলেন লন্ডনের কাউন্সিলর

অনলাইন ডেস্ক    

ক্যামডেনের কাউন্সিলর নাজমা রহমান। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনের ক্যামডেন কাউন্সিলের সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত নাজমা রহমান। সম্প্রতি তিনি বাংলাদেশে এসে ‘নিখোঁজ’ হয়ে গিয়েছিলেন। দীর্ঘদিন তাঁর কর্মস্থলে অনুপস্থিত থাকার পর তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি সামনে আসে। ক্যামডেন কাউন্সিল তাঁর অনুপস্থিতির বিষয়ে জানলেও গণমাধ্যমকে তথ্য দিতে রাজি হচ্ছে না বলে স্থানীয় সংবাদমাধ্যম ক্যামডেন সিটিজেন।

গত সপ্তাহে ক্যামডেন কাউন্সিলের বৈঠকে দীর্ঘদিন পর নাজমা রহমানের ফিরে আসার ঘোষণা দেওয়া হয়। কাউন্সিলের আইনজীবী অ্যান্ড্রু মফান বৈঠকে উপস্থিত কাউন্সিল সদস্যদের প্রতি আরজি জানান যেন, দীর্ঘ অনুপস্থিতির জন্য নাজমা রহমানকে পদচ্যুত করা না হয়। নাজমা রহমান ক্যামডেনের ওয়েস্ট হ্যাম্পস্টিড থেকে নির্বাচিত কাউন্সিলর।

অ্যান্ড্রু মফান কাউন্সিলে দাখিল করা তাঁর আরজিতে জানান, চলতি গ্রীষ্মে নাজমা রহমান তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি রাজনৈতিক অস্থিরতার মধ্যে পড়ে যান। মফান তাঁর আরজিতে উল্লেখ করেন, ‘তাঁর (নাজমা) পরিবারকে সরাসরি সহিংস হুমকি দেওয়া হয় এবং তিনি আত্মগোপনে চলে যান। যার কারণে, যুক্তরাজ্যে ফেরা তাঁর জন্য কঠিন হয়ে পড়ে।’

এই আরজি জানানোর পর নাজমা রহমান নিজেই কাউন্সিলের বৈঠকে উপস্থিত হন এবং অ্যান্ড্রু মফান তাঁর আরজি প্রত্যাহার করে নেন। যে নির্ধারিত সময় পর্যন্ত একজন কাউন্সিলর কাউন্সিলের বৈঠকে উপস্থিত না থাকলে তাঁর সদস্যপদ বাতিল হয় সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার আগেই হাজির হন নাজমা।

এদিকে, ক্যামডেন কাউন্সিলের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, নাজমা রহমান ‘নিরাপদে দেশে ফিরে এসেছেন’ এবং কাউন্সিলের সাম্প্রতিক বৈঠকগুলোতে যোগ দেওয়া শুরু করেছেন। তবে কবে থেকে কাউন্সিল নাজমা রহমানের অনুপস্থিতির ব্যাপারে অবগত সে বিষয়ে কোনো তথ্য দেননি মুখপাত্র।

উল্লেখ্য, কাউন্সিলর নাজমা রহমানের স্বামী আজাদুর রহমান আজাদ বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা। গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতন ঘটে। ছাত্র–জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশত্যাগ করেন। আজাদ সিলেট সিটি করপোরেশনের চারবারের নির্বাচিত কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

অপরদিকে, কাউন্সিলর নাজমা রহমানের স্বামীর সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক থাকার কারণে তাঁর যুক্তরাজ্যে ফিরতে কী কারণে এবং কী ধরনের অসুবিধা হচ্ছিল—সে সম্পর্কে জানতে চাইলে মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

সেকশন