হোম > বিশ্ব > ইউরোপ

‘অস্তিত্বের সংকটে’ পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া

‘অস্তিত্বের সংকটে’ পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। এ দিকে, ইউক্রেনের সেনাবাহিনীও রুশ বাহিনী দখলকৃত অঞ্চল ফিরে পেতে কিছুটা ‘অপরাধমূলক’ পদ্ধতির আশ্রয় নিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। সিএনএনের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র স্বীকার করেছেন যে—রাশিয়া এখনো ইউক্রেনে তার নির্ধারিত সামরিক লক্ষ্যের কোনোটাই অর্জন করতে পারেনি। 

ক্রিশ্চিয়ান আমানপুরকে দেওয়া সাক্ষাৎকারে দিমিত্রি পেসকভ—‘পুতিন কোন পরিস্থিতিতে রাশিয়ার পারমাণবিক ক্ষমতা ব্যবহার করবেন জানতে চাইলে পেসকভ উত্তর দেন, “আমাদের দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়লে তা হতে পারে”।’ 

ইউক্রেন যুদ্ধ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট এখন পর্যন্ত কী অর্জন করেছেন এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, ‘এখনো তিনি এখনো অর্জন করতে পারেননি।’ 

এ দিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইউক্রেনের বাহিনীও রুশ বাহিনী দখলকৃত অঞ্চল ফিরে পেতে কিছুটা ‘অপরাধমূলক’ পদ্ধতির আশ্রয় নিচ্ছে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি মঙ্গলবার পেন্টাগনে এক ব্রিফিংয়ে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সৈন্যরাও এখন বেশ কিছুটা “অপরাধমূলক” কাজ করছে বলে তাঁদের কাছে ইঙ্গিত রয়েছে।’ 

জন কিরবি আরও বলেন, ‘খেরসনের কাছে ইউক্রেনীয়রা তাদের হারানো অঞ্চল পুনরুদ্ধারের চেষ্টা করেছে। তাঁরা খুব বুদ্ধিমত্তার সঙ্গে, খুব দারুণ এবং সৃজনশীলতার সঙ্গে এমন জায়গাগুলো রক্ষা করে চলেছে যেগুলো তাঁরা রক্ষা করার উপযুক্ত জায়গা বলে মনে করে। বিশেষ করে খেরসনের কাছে তাঁরা অঞ্চল পুনরুদ্ধারের চেষ্টা করেছে। 

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন