হোম > বিশ্ব > ইউরোপ

ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিককে আটক রাখার সিদ্ধান্ত রুশ আদালতে বহাল

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচকে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত আটক রাখার সিদ্ধান্ত বহাল রেখেছেন মস্কোর একটি আদালত। আজ বৃহস্পতিবার এই রায় দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

চলতি বছরের গোড়ার দিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় গ্রেপ্তার হন ৩২ বছর বয়সী এই সংবাদদাতা। ওয়াল স্ট্রিট জার্নাল এবং যুক্তরাষ্ট্র সরকার গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

নভেম্বরের শেষদিকে দায়ের করা একটি আপিল আজ বৃহস্পতিবার প্রত্যাখ্যান করেছে মস্কো সিটি কোর্ট। সামাজিক প্ল্যাটফর্মে দেওয়া এক বিবৃতিতে আদালত বলেছেন, ‘ইভান গার্শকোভিচ ২০২৪ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত রুশ হেফাজতে থাকবে।’

বৃহস্পতিবার শুনানির এক ভিডিও প্রকাশ করেছেন আদালত। সেখানে গাঢ় রঙের সোয়েটার পরে আসামির নির্ধারিত জায়গায় দাঁড়িয়ে গার্শকোভিচকে হাস্যরত অবস্থায় দেখা গেছে। ইভান গার্শকোভিচ আগে এএফপিতে কাজ করতেন।

এ বছর মার্চের শেষ দিকে ইয়েকাটেরিনবার্গের ইউরাল শহরে প্রতিবেদনের কাজে ভ্রমণরত অবস্থায় গার্শকোভিচকে গ্রেপ্তার করা হয়েছিল। সোভিয়েত যুগের পর থেকে রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে বন্দী হওয়া প্রথম পশ্চিমা সাংবাদিক হচ্ছেন ইভান গার্শকোভিচ। দোষী সাব্যস্ত হলে তার ২০ বছর পর্যন্ত জেল হতে পারে।

রাশিয়া এই মাসে মার্কিন-রুশ দ্বৈত নাগরিক আলসু কুরমাশেভার বিরুদ্ধে নতুন একটি অভিযোগ এনেছে। গত অক্টোবরে কাজানের কেন্দ্রীয় শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুরমাশেভার বিরুদ্ধে বিদেশি এজেন্ট হিসেবে নিবন্ধনের চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে।

চলতি সপ্তাহে ইউক্রেন যুদ্ধের সমালোচনা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে কুরমাশেভার বিরুদ্ধে। নতুন এসব অভিযোগের নিন্দা করেছে তার নিয়োগকর্তা রেডিও ফ্রি ইউরোপ/লিবার্টি।

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

সেকশন