হোম > বিশ্ব > ইউরোপ

ইউরোপীয় মিত্রদের সঙ্গে ‘কুকুরছানার’ মতো আচরণ করে যুক্তরাষ্ট্র: পুতিন

অনলাইন ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র অনবরত এশীয় দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে এবং এর মাধ্যমে ইউরোপীয় দেশগুলোকে চীনের সঙ্গে সংঘাতে জড়িয়ে ফেলছে। যুক্তরাষ্ট্রের কাছে যেন, ইউরোপীয় মিত্র দেশগুলো দড়িতে বাঁধা ছোট কুকুর ছানা। আজ শুক্রবার ব্রিকসভুক্ত দেশগুলো গণমাধ্যম বিষয়ক প্রধানদের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। 

রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বৈঠকে পুতিন উল্লেখ করেন যে, ‘চীনের সঙ্গে রাশিয়ার অনন্য সম্পর্ক এবং আন্তর্জাতিক অঙ্গনে মস্কো-বেইজিংয়ের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা বিশ্বের কৌশলগত স্থিতিশীলতার মূল কারণ হয়ে উঠেছে।’ 

এ সময় ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া-চীন সম্পর্ক ‘সমতার’ ভিত্তিতে গঠিত এবং উভয় দেশ সব সময়ই পরস্পরের স্বার্থের দিকে নজর রাখে এবং পরস্পরের কথা শুনে। তিনি আরও বলেন, ‘পক্ষান্তরে, ওয়াশিংটন এশিয়ায় বিপরীতমুখী নীতি অনুসরণ করছে এবং তার ইউরোপীয় অংশীদারদেরও একই কাজ করতে রাজি করছে।’ 

রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, ‘কেউ এমনকি ইউরোপীয়দের তাদের মতামতও জিজ্ঞাসা করতে চায় না। তারা কি চীনের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট করতে চায় এবং এশিয়ায়—ন্যাটো কাঠামোর মাধ্যমে—জড়িত হতে চায় এবং সেখানে এমন পরিস্থিতি তৈরি করতে চায় যা চীনসহ এই অঞ্চলের দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করবে?’ 

এ সময় রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি আপনাদের জোর দিয়ে বলতে পারি, তারা (ইউরোপ) এটি চায় না। তবুও, তাদের গলায় একটি দড়ি বেঁধে সেখানে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। যেন, বাপের বড় ভাই তাঁর সঙ্গে একটি ছোট কুকুর টেনে নিয়ে যাচ্ছেন।’ এ সময় পুতিন জোর দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে চীনের উন্নয়ন ঠেকানো এখন অসম্ভব এবং ওয়াশিংটন এমন কিছু করার চেষ্টা করার ক্ষেত্রে ১৫ বছর দেরি করে ফেলেছে।

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

সেকশন