হোম > বিশ্ব > ইউরোপ

গাজায় অতিরিক্ত ১ কোটি ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিল নেদারল্যান্ডস

অনলাইন ডেস্ক

নেদারল্যান্ডস সরকার গাজায় অতিরিক্ত ১ কোটি ইউরো মানবিক সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। গাজার অধিবাসীদের দুর্বিষহ পরিস্থিতি বিবেচনা করে আজ মঙ্গলবার ডাচ সরকার এ ঘোষণা দেয়।

সরকার বলেছে, জাতিসংঘের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ তহবিল অনুদান দেওয়া হয়েছে। গাজাবাসীর পানি এবং স্বাস্থ্যসেবার মতো মৌলিক চাহিদা পূরণে এ অর্থ ব্যয় করা হবে।

একই সঙ্গে হামাসের ধ্বংসাত্মক হামলার জবাবে ইসরায়েলের আত্মরক্ষা করার অধিকার রয়েছে—কথাটির পুনরাবৃত্তি করে ডাচ সরকার বলেছে, তবে অবশ্যই এই পাল্টা হামলার মাত্রা সমানুপাতিক ও যুদ্ধের আন্তর্জাতিক নিয়মের মধ্যে হতে হবে।

ডাচ বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন মন্ত্রী লিজে শ্রেইনেমাচার এক চিঠিতে সংসদকে বলেছেন, বেসামরিক বা মানবিক সহায়তা কর্মীরা কখনোই সহিংসতার লক্ষ্য হওয়া উচিত নয় এবং মানবিক সহায়তার সুযোগ অসীম হওয়া উচিত।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর আগে থেকেই গাজায় পানির সংকট এতটাই বেশি যে গাজাবাসী দীর্ঘদিন ধরেই তাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন যে পরিমাণ পানি প্রয়োজন তা পাচ্ছে না। প্রত্যেক ইসরায়েলি যেখানে প্রতিদিন ২৪০ থেকে ৩০০ লিটার পানি ব্যবহার করে, সেখানে গাজাবাসী প্রতিদিন পানি ব্যবহার করছে মাত্র ৮৩ দশমিক ১ লিটার।

ইউরোপে ন্যাটোভুক্ত দেশে পারমাণবিক বোমার মজুত বাড়াল যুক্তরাষ্ট্র

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

সেকশন