Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

ট্রাম্প-পুতিনের ফোনালাপের প্রতিবেদন সর্বৈব মিথ্যা ও গালগল্প: ক্রেমলিন

অনলাইন ডেস্ক    

ট্রাম্প-পুতিনের ফোনালাপের প্রতিবেদন সর্বৈব মিথ্যা ও গালগল্প: ক্রেমলিন
ট্রাম্প-পুতিনের ফোনালাপের প্রতিবেদনকে গালগল্প বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোনালাপ হয়েছে মর্মে প্রতিবেদন প্রকাশ করেছিল দেশটির সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। তবে এই প্রতিবেদনের বিষয়বস্তুকে ‘নিরেট গালগল্প’ বলে আখ্যা দিয়েছে ক্রেমলিন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে পুতিনকে ইউরোপে যুক্তরাষ্ট্রের ‘বিশাল সামরিক উপস্থিতি’র কথাও স্মরণ করিয়ে দেন ট্রাম্প। ট্রাম্প ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়ে ভবিষ্যতে আরও আলোচনার আগ্রহ প্রকাশ করেন। এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের সঙ্গে উত্তেজনা আর না বাড়াতে পরামর্শ দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ ধরনের টেলিফোন আলাপের বিষয়ে বলেন, ‘এটা সর্বৈব মিথ্যা। এটা নিরেট গালগল্প। এটি কেবলই মিথ্যা তথ্য।’ এ সময় তিনি আরও বলেন, ‘কোনো ধরনের ফোনালাপ হয়নি।’ পেসকভ যোগ করেন, বর্তমানে ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্য পুতিনের নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই।

এর আগে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় গত বৃহস্পতিবার ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে পুতিন বলেন, ইউক্রেনের সংকট নিরসনে আলোচনা করতে মস্কো প্রস্তুত। রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার এবং ইউক্রেন সংকট সমাধানে সহায়তা করতে ট্রাম্প যে ইচ্ছা প্রকাশ করেছেন তা নিয়ে তিনিও আগ্রহী।

এর আগে, গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেন ট্রাম্প। এদিকে এই যুদ্ধ নিয়ে আলোচনা করতে ট্রাম্পকে ওভাল অফিসে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

এ বিষয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, যুক্তরাষ্ট্র যেন ইউক্রেনকে ত্যাগ না করে—ট্রাম্পকে এমন পরামর্শ দিতে পারেন বাইডেন। কেননা যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ত্যাগ করলে ইউরোপ আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকে ওয়াশিংটন দেশটিতে কয়েক হাজার কোটি ডলারের সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়েছে। ট্রাম্প বরাবরই এ ধরনের সহায়তার বিরোধিতা করেছেন।

রাজনীতিকদের ওপর নজরদারি করতে গিয়ে নারী কেলেঙ্কারিতে জড়িয়েছে ব্রিটিশ পুলিশ

ইহুদিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি: রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপে রাশিয়ার নর্ড স্ট্রিম-২ পাইপলাইন চালু করতে যুক্তরাষ্ট্রের দূতিয়ালি

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাবে ইউরোপ, ব্যয় বাড়াবে প্রতিরক্ষায়

ওয়াশিংটন-কিয়েভ বিচ্ছেদে নয়া স্বপ্ন মস্কোর

ইউক্রেনে এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাব ফ্রান্স-ব্রিটেনের

ইউক্রেন নিয়ে আলোচনার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছিনিয়ে নিতে চায় ইউরোপ

ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বাগ্‌বিতণ্ডায় গর্বিত ইউক্রেনের মানুষ

ইউক্রেন নিয়ে জরুরি আলোচনা, লন্ডনে জড়ো হচ্ছেন ইউরোপের নেতারা

ইউক্রেনকে সামরিক-আর্থিক কোনো সহায়তাই দেবে না স্লোভাকিয়া