Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

বাইডেনের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালাল ইউক্রেন

অনলাইন ডেস্ক

বাইডেনের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালাল ইউক্রেন
ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুমতি পাওয়ার একদিন পরই রাশিয়ায় মার্কিন নির্মিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে এই খবর জানিয়েছে বিবিসি।

মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, ইউক্রেন আজ সকালে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে একটি হামলায় যুক্তরাষ্ট্রের নির্মিত ‘আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম’ (Atacms) ব্যবহার করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, পাঁচটি ক্ষেপণাস্ত্র গুলো করে ভূপাতিত করা হয়েছে এবং একটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্রের টুকরোগুলোর কারণে ব্রায়ানস্ক অঞ্চলের একটি সামরিক স্থাপনায় আগুন লেগেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে সৃষ্ট আগুন দ্রুত নিভে গেছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

চলমান যুদ্ধে প্রথমবারের মতো রাশিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভূখণ্ডে দূরপাল্লার ওই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

এর আগে গতকাল সোমবার মস্কো বলেছিল, এই ধরনের যে কোনো হামলা হলে তারা একটি উপযুক্ত এবং বাস্তব জবাব দেবে। শুধু তাই নয়, আজ মঙ্গলবার ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সহস্রতম দিনে রাশিয়ার পারমাণবিক মতবাদে পরিবর্তন অনুমোদন করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন নীতিতে এমন কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে, যেগুলোর অধীনে দেশটি তার পারমাণবিক অস্ত্রাগার ব্যবহারের বিষয়টি বিবেচনা করবে।

রাশিয়ার নতুন পারমাণবিক মতবাদ অনুযায়ী, পরমাণু অস্ত্র নেই এমন কোনো দেশ যদি শক্তিধর অন্য আরেকটি রাষ্ট্রের সহযোগিতায় হামলা চালায় তবে এই হামলা রাশিয়ার ওপর এটি যৌথ আঘাত হিসেবে বিবেচিত হবে।

ইউক্রেন ইতিমধ্যে এক বছরেরও বেশি সময় ধরে তার ভূখণ্ডের রুশ-অধিকৃত এলাকায় Atacms ব্যবহার করছে। এই ক্ষেপণাস্ত্রগুলো ৩০০ কিলোমিটারের ভেতর কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এবং এগুলোকে আটকানো কঠিন।

হামলা চালাতে মার্কিন অনুমোদনের ফলে কিয়েভ এখন Atacms ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার গভীরে আঘাত হানতে সক্ষম। এই মিসাইলের আওতায় রয়েছে রাশিয়ার কুরস্ক অঞ্চল। চলতি বছরের শুরুর দিকে এই অঞ্চলে ঢুকে পড়েছিল ইউক্রেনের বাহিনী।

মঙ্গলবার রাশিয়ার অভিযোগের পাশাপাশি ইউক্রেনের সামরিক বাহিনীও নিশ্চিত করেছে যে তারা ব্রায়ানস্কের রাশিয়ান অঞ্চলে একটি গোলাবারুদ গুদামে আঘাত করেছে। তবে এই হামলায় Atacms ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে কি-না তা জানায়নি তারা।

জাতিসংঘে রাশিয়ার পক্ষে যুক্তরাষ্ট্রের বিরল ভোট

শান্তিচুক্তির নামে ইউক্রেনের আত্মসমর্পণ কাম্য নয়: মাখোঁ

যুক্তরাষ্ট্র থেকে ‘স্বাধীনতা’ চান জার্মানির সম্ভাব্য চ্যান্সেলর

ট্রাম্পের শাসনে উল্টোরথে যুক্তরাষ্ট্র, ইউরোপজুড়ে উদ্বেগ

ইউক্রেনে সহায়তার চেয়ে রাশিয়ার তেল-গ্যাস কিনতে বেশি খরচ করেছে ইউরোপ

জার্মান পার্লামেন্ট নির্বাচনে জয়ী রক্ষণশীল জোট, চ্যান্সেলর হতে যাচ্ছেন ফ্রেডরিক মের্ৎস

বোমা হামলার হুমকি: রোমে মার্কিন ফ্লাইটের জরুরি অবতরণ

শান্তির জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট পদ ছাড়তে প্রস্তুত জেলেনস্কি

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা

ইউক্রেনের পাশে দাঁড়াতে ইউরোপীয় নেতারা কিয়েভ যাচ্ছেন কাল