হোম > বিশ্ব > ইউরোপ

টিভিতে ইংল্যান্ড–ইতালির টাইব্রেকার দেখেছেন ৩ কোটির বেশি মানুষ

অনলাইন ডেস্ক

টান টান উত্তেজনার খেলা ছিল ইউরো ২০২০–এর ফাইনাল ম্যাচ। শুধু ইউরোপ নয়, সারা বিশ্ব থেকে বিপুলসংখ্যক মানুষ টেলিভিশনে, ইন্টারনেটে দেখেছেন এই ম্যাচ। বাংলাদেশে আগের দিন কোপা আমেরিকার ব্রাজিল–আর্জেন্টিনা ফাইনাল ম্যাচ নিয়ে উত্তেজনার রেশ কাটতে না কাটতে শুরু হয় ইউরো ফাইনালের উন্মাদনা। রাত জেগে ইংল্যান্ড–ইতালির এই ম্যাচ দেখেছেন বাংলাদেশের বহু মানুষ।

এক হিসাবে দেখা যাচ্ছে, ইউরো ফাইনাল ম্যাচের শেষের উত্তেজনাপূর্ণ কয়েক মিনিটে টিভিতে দর্শক ছিল সর্বোচ্চ। এ সময় ৩ কোটি ৯৫ লাখ মানুষ টিভি পর্দায় চোখ রেখেছিলেন। দর্শক সংখ্যা চূড়ায় পৌঁছায় পেনাল্টি শুটআউটের সময়। রোববার ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ড–ইতালির এই ফাইনাল ম্যাচে টাইব্রেকারে ২–৩ গোলে কাপ জিতেছে ইতালি।

ইউরোপে বিবিসি এবং আইটিভি খেলাটি সরাসরি দেখায়। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতে ইউরো কাপের ফাইনাল ম্যাচে যত মানুষ টিভি পর্দায় চোখ রেখেছিলেন গত কয়েক বছরের মধ্যে এটি সর্বোচ্চ।

অনলাইন নিউজ পোর্টাল ডেডলাইনের আন্তর্জাতিক বিভাগের সম্পাদক জেক ক্যান্টার বলেন, টিভির রেটিং এবং দর্শকের হিসাব নানাভাবে কাটছাঁট করা যায়। গত কয়েক বছরে এই পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। তবে এটা বলা নিরাপদ যে, রোববার খেলার সময় অন্তত যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ দর্শক পেয়েছে টেলিভিশন।

উল্লেখ্য, করোনা মহামারিতে বিধিনিষেধের মধ্যেও ইউরো কাপে গ্যালারি ভর্তি ছিল দর্শক। লন্ডনে ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড়। ইউরোপের অন্যান্য দেশে বিধিনিষেধের কঠোরতা থাকায় বেশির ভাগ মানুষ ঘরে বসে টিভিতে খেলা দেখেছেন।

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

সেকশন