Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

এরদোয়ানের ভাগ্য নির্ধারণের ভোট চলছে তুরস্কে

অনলাইন ডেস্ক

এরদোয়ানের ভাগ্য নির্ধারণের ভোট চলছে তুরস্কে

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ চলছে। রোববার (২৮ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। 

প্রথম পর্বের ভোটে এগিয়ে থাকলেও নির্বাচিত হতে পারেননি তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কে নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্টকে ৫০ শতাংশ সমর্থন পেতে হয়। গত ১৪ মে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে এরদোয়ান পেয়েছিলেন ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট। খুব সামান্যের জন্য ঝুলে যায় তাঁর ভাগ্য। 

অন্যদিকে এই নির্বাচনে এরদোয়ানের প্রধান প্রতিপক্ষ কেমাল কিলিচদারোগলু পেয়েছিলেন ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট। ফলে দেশটির নিয়ম অনুযায়ী পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানা যায়, দেশটির ৬ কোটি ৪১ লাখ ভোটার দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোট দেবেন। তাদের মধ্যে বিভিন্ন দেশে বসবাস করা প্রায় ২০ লাখ তুর্কি ভোটার নিজেদের ভোট দিয়েছেন। 

তুরস্কে ভোটারদের জন্য ১ লাখ ৯১ হাজার ৮৮৫টি ব্যালট বাক্স স্থাপন করা হয়েছেতুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের তথ্য অনুযায়ী, সারা দেশে ভোটারদের জন্য ১ লাখ ৯১ হাজার ৮৮৫টি ব্যালট বাক্স স্থাপন করা হয়েছে। কূটনৈতিক মিশনগুলোতে বুধবার ভোটগ্রহণ শেষ হয়েছে। আর রোববার স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত দেশজুড়ে নির্ধারিত সব কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। 

এর আগে গত ১৪ মে প্রথম দফার ভোটে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারেননি তুরস্কের ভোটাররা। প্রথম দফার ভোটে চার প্রার্থীর কেউই অর্ধেকের বেশি সমর্থন জোগাড়ের শর্ত পূরণ করতে পারেননি। ফলে নিয়ম অনুযায়ী দ্বিতীয় দফায় ভোট হচ্ছে আজ। 

দুই দশক ধরে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে তুরস্কের ক্ষমতায় আছেন এরদোয়ান। এ ক্ষমতার মেয়াদ আরও পাঁচ বছর বাড়বে কি না, তা আজই নির্ধারিত হবে। কিছু জরিপে দেখা গেছে, ৫২ থেকে ৫৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হবেন তিনি।

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

ট্রাম্পের শুল্কনীতিতে চটেছে কানাডা-মেক্সিকো, মার্কিন পণ্য বর্জন ও পাল্টা কর আরোপের সিদ্ধান্ত

ইউরোপে উগ্র ডানপন্থার জোয়ারে ভাসছে মাস্ক, মাশুল গুনছে টেসলা

জেলেনস্কি ‘অনুতপ্ত’, ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত

সার্বিয়ায় দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ: পার্লামেন্টে স্মোক গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ল বিরোধীরা

যুদ্ধে ইউক্রেনের খরচ কত, কোন দেশ কত দিল

রাশিয়ার ২১০ বিলিয়ন ডলার বাজেয়াপ্ত করার পথে ইউরোপ

ইউক্রেনে সব সামরিক সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র

ইউরোপে আশ্রয়: আবেদনের তালিকায় বাংলাদেশিদের রেকর্ড

জার্মানিতে ‘নগ্ন সৈকতে’ পোশাক পরা ব্যক্তিদের নিষিদ্ধ ঘোষণা