অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ মঙ্গলবার শপথ নেবেন লিজ ট্রাস। তার আগেই মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রিসভার দুই মন্ত্রী। তাঁরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ও সংস্কৃতিমন্ত্রী নাদিন ডরিস। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, ডরিসকে মন্ত্রিত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছিল। তবে ডরিস বলেছেন, তিনি বই লেখায় ফিরে যেতে চান। অন্যদিকে প্রীতি প্যাটেল বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে চিঠি লিখে তাঁর পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, নেপথ্যে থেকে তিনি লিজ ট্রাসকে সমর্থন দিয়ে যাবেন।
উইথাম শহরের এমপি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রীতি প্যাটেল বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া তাঁর জীবনের অন্যতম সম্মানের ব্যাপার।
লিজ ট্রাসের একটি ঘনিষ্ঠ সূত্র বিবিসিকে বলেছে, প্যাটেলের স্থলাভিষিক্ত হতে পারেন সুয়েলা ব্র্যাভারম্যান।
অন্যদিকে বরিস জনসনের একজন শক্তিশালী মিত্র হিসেবে পরিচিত ছিলেন নাদিন ডরিস। তিনি ২০২১ সাল থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। ডরিস বিতর্কিত অনলাইন সুরক্ষা বিলের জন্য আলোচিত ছিলেন। তিনি মন্ত্রী হওয়ার আগে একাধিক উপন্যাস লিখেছিলেন।