হোম > বিশ্ব > ইউরোপ

সহকর্মীদের ‘বুলিং’ করার অভিযোগে পদত্যাগ ব্রিটিশ মন্ত্রীর

সহকর্মীদের বুলিং (হয়রানি) ও হুমকি দেওয়ার অভিযোগে পদত্যাগ করেছেন ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য স্যার গ্যাভিন উইলিয়ামসন। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি। উইলিয়ামসন দাবি করেছেন, তিনি ভুল কিছু করেননি। 

বিবিসির খবরে জানা যায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মন্ত্রিসভায় দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন স্যার গ্যাভিন উইলিয়ামসন। তিনি নিজ দল কনজারভেটিভ পার্টির এক এমপিকে আপত্তিকর মেসেজ পাঠিয়েছেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে হয়রানি ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

সদ্য পদত্যাগ করা এ মন্ত্রী বলেন, তাঁর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ সরকারের ভালো কাজের পথে অন্তরায় হতে পারে। এ কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

পদত্যাগপত্রে এই কনজারভেটিভ নেতা বলেছেন, তিনি ‘সত্যিকারের দুঃখ’ নিয়ে সরকার থেকে সরে যাচ্ছেন। কিন্তু পেছন থেকে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখবেন। 

পরে এক টুইটে উইলিয়ামসন আরও জানিয়েছেন, পদত্যাগের পর এ বাবদ কোনো অর্থ নেবেন না। বরং এই অর্থ জাতীয় স্বাস্থ্যসেবার মতো সরকারের প্রকল্পগুলোতে খরচ করা উচিত বলে মনে করেন তিনি।

জবাবে প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানিয়েছেন, তিনি ‘গভীর দুঃখের সঙ্গে’ স্যার গ্যাভিন উইলিয়ামসনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এ সময় ‘ব্যক্তিগত সমর্থন ও বিশ্বস্ততার’ জন্য উইলিয়ামসনকে ধন্যবাদ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। 

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন