Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

১৭ বার অন্তঃসত্ত্বার অভিনয় করে হাতালেন ১ কোটি ৩০ লাখ টাকা ভাতা

অনলাইন ডেস্ক

১৭ বার অন্তঃসত্ত্বার অভিনয় করে হাতালেন ১ কোটি ৩০ লাখ টাকা ভাতা

সরকারি আর্থিক সুবিধা পেতে ১৭ বার অন্তঃসত্ত্বা হওয়ার অভিনয় করে বিপাকে পড়েছেন ইতালির এক নারী। ৫০ বছর বয়সী ওই নারীর নাম বারবারা লোয়েল। তিনি ২৪ বছর ধরে অন্তঃসত্ত্বা হওয়ার অভিনয় করে এসেছেন। তাঁর দাবি, এই সময়ের মাঝে তাঁর ১২ বার গর্ভপাত হয়েছে এবং ৫ বার মা হয়েছেন।

জালিয়াতি করে মাতৃত্বকালীন সুবিধা নেওয়ার জন্য তাঁকে ১ বছর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২৪ বছরে অন্তঃসত্ত্বা হওয়ার অভিনয় করে মোট ১ লাখ ১ হাজার ইউরো সে দেশের সরকারের কাছ থেকে ভাতা হিসেবে নিয়েছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৩০ লাখ টাকা। যে ভাতা ইতালির সরকার সন্তানদের রক্ষণাবেক্ষণের জন্য দিয়ে থাকে। এ ছাড়া অন্তঃসত্ত্বা হওয়ার অভিনয় করে কর্মক্ষেত্রেও দিনের পর দিন ছুটি নিয়েছেন তিনি।

আদায় করেছেন নানা রকম সুবিধা। এ ঘটনা জানার পরে পুলিশ বারবারা লোয়েলকে গ্রেপ্তার করে এবং মামলা করে। এরপর আদালত তাঁকে শাস্তি দেন। তবে এই নারী এখনও নিজের দাবির জায়গায় অনড়।

মামলার প্রসিকিউটররা বলছেন, বারবারার কথিত গর্ভাবস্থায় তার যে সন্তানগুলো তিনি জন্ম দিয়েছেন, তাঁদের একজনকেও রাষ্ট্রীয় খাতায় নিবন্ধিত করা হয়নি এবং কর্মকর্তা বা অন্য কেউ কখনও সেই সন্তানদের দেখেননি। নিজেকে অন্তঃসত্ত্বা দেখানোর জন্য তিনি বালিশ ব্যবহার করতেন। রোমের একটি ক্লিনিক থেকে জন্মসদন চুরি করেছিলেন তিনি। সন্তানদের জন্মের প্রমাণপত্র হিসাবে নানা জাল নথিও বানিয়েছিলেন। বারবারা গত ডিসেম্বরে তাঁর সর্বশেষ সন্তানের জন্ম দিয়েছেন বলে দাবি করেছেন।

কিন্তু প্রায় ৯ মাস ধরেই তিনি পুলিশি নজরদারির মধ্যে ছিলেন, তা তিনি বুঝতে পানেনি। বারবারার সঙ্গী ডেভিড পিজ্জিনাতো তাদের পুরো চক্রান্তটি ফাঁস করে দেন পুলিশের কাছে।

রাজনীতিকদের ওপর নজরদারি করতে গিয়ে নারী কেলেঙ্কারিতে জড়িয়েছে ব্রিটিশ পুলিশ

ইহুদিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন জেলেনস্কি: রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপে রাশিয়ার নর্ড স্ট্রিম-২ পাইপলাইন চালু করতে যুক্তরাষ্ট্রের দূতিয়ালি

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাবে ইউরোপ, ব্যয় বাড়াবে প্রতিরক্ষায়

ওয়াশিংটন-কিয়েভ বিচ্ছেদে নয়া স্বপ্ন মস্কোর

ইউক্রেনে এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাব ফ্রান্স-ব্রিটেনের

ইউক্রেন নিয়ে আলোচনার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছিনিয়ে নিতে চায় ইউরোপ

ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বাগ্‌বিতণ্ডায় গর্বিত ইউক্রেনের মানুষ

ইউক্রেন নিয়ে জরুরি আলোচনা, লন্ডনে জড়ো হচ্ছেন ইউরোপের নেতারা

ইউক্রেনকে সামরিক-আর্থিক কোনো সহায়তাই দেবে না স্লোভাকিয়া