হোম > বিশ্ব > ইউরোপ

স্লোভেনিয়ার নির্বাচনে পরিবেশবাদী দলের বিশাল জয়

স্লোভেনিয়ার জাতীয় নির্বাচনে হেরেছেন দেশটির ক্ষমতাসীন লোকরঞ্জনবাদী প্রধানমন্ত্রী জেনেজ জানসা। দেশটির নির্বাচন কর্তৃপক্ষ ঘোষিত প্রাথমিক ফলাফল হতে জানা গেছে জানসার দল স্লোভেনিয়ান ডেমোক্রেটিক পার্টি-এসডিএস প্রতিদ্বন্দ্বী দল পরিবেশবাদী ফ্রিডম মুভমেন্ট পার্টির চেয়ে কমসংখ্যক আসন পেয়েছে। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

জেনেজ জানসা এই নির্বাচনে জয়ী হতে পারলে চতুর্থবারের মতো স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী হতে পারতেন। তবে নির্বাচনে পরাজিত হলেও হারা স্বীকার করে তিনি জানিয়েছেন, গত নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে তাঁর দল বেশি ভোট পেয়েছে। 

প্রাথমিক প্রকাশিত হওয়ার পর জানসা তাঁর সমর্থকদের উদ্দেশে বলেন, ‘ফলাফল যাই হোক আমরা মেনে নিয়েছি। বিজয়ীদের অভিনন্দন।’ 

বিশ্লেষকদের ধারণা ছিল, এই নির্বাচনে কঠোর প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। কিন্তু প্রাথমিক ফলাফল অনুসারে এই নির্বাচনে প্রথমবারের মতো অংশ নেওয়া ফ্রিডম মুভমেন্ট পার্টি প্রত্যাশার চেয়েও ভালো করেছে। নির্বাচন কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত প্রাথমিক পরিসংখ্যানে দেখা গেছে ফ্রিডম মুভমেন্ট পার্টি ৩৪ দশমিক ৩৪ শতাংশ ভোট নিয়ে এগিয়ে রয়েছে। বিপরীতে জানসার দল পেয়েছে ২৩ দশমিক ৮৩ শতাংশ ভোট। 

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, এই জয় ফ্রিডম মুভমেন্ট পার্টিকে দেশটির শাসনক্ষমতায় আসীন হওয়ার সুযোগ দেবে। পরিবেশবাদী এই দলটির অঙ্গীকার ছিল, গ্রিন এনার্জির ব্যবহার, একটি মুক্ত সমাজ গঠন ও আইনের শাসন প্রতিষ্ঠা। প্রাপ্ত ভোট অনুসারে দেশটির পার্লামেন্টের ৯০টি আসনের মধ্যে ফ্রিডম মুভমেন্ট পার্টি পাবে ৪০টি এবং জানসার দল এসডিএস পাবে ২৮টি আসন।

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন