
কোনো উড়োজাহাজ যদি ভুল করে নদীতে নেমে যায়, কী হবে বলুন তো? সত্যি এমন একটি ঘটনা ঘটছে রাশিয়ায়। তবে নদীর পানি জমে বরফ হয়ে থাকায় এতে কেউ হতাহত হননি।
রাশিয়ার একেবারে পুবের এলাকায় এ কাণ্ড হয়। সোভিয়েত ইউনিয়ন আমলের এই অন্তোনভ-২৪ উড়োজাহাজটি ৩০ জন যাত্রী বহন করছিল। গত বৃহস্পতিবার পাইলটের ভুলে বিমানবন্দরের কাছে জমে জল বরফ হয়ে যাওয়া এক নদীতে অবতরণ করে। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
পোলার এয়ারলাইনসের এন-২৪ উড়োজাহাজটি নিরাপদে ইয়াকুটিয়া অঞ্চলের জিরিয়ানকার কাছের কোলিমা নদীতে অবতরণ করে। জাহাজটিতে যাত্রীদের পাশাপাশি চারজন ক্রু ছিলেন।

পোলার এয়ারলাইনস একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, ‘এন-২৪ উড়োজাহাজটি জারিয়াঙ্কা বিমানবন্দরের রানওয়ের বাইরে অবতরণ করে।’ তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে বিবৃতিতে জানানো হয়।