Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ ভুল করে নামে জমে যাওয়া নদীতে

রাশিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ ভুল করে নামে জমে যাওয়া নদীতে

কোনো উড়োজাহাজ যদি ভুল করে নদীতে নেমে যায়, কী হবে বলুন তো? সত্যি এমন একটি ঘটনা ঘটছে রাশিয়ায়। তবে নদীর পানি জমে বরফ হয়ে থাকায় এতে কেউ হতাহত হননি।

রাশিয়ার একেবারে পুবের এলাকায় এ কাণ্ড হয়। সোভিয়েত ইউনিয়ন আমলের এই অন্তোনভ-২৪ উড়োজাহাজটি ৩০ জন যাত্রী বহন করছিল। গত বৃহস্পতিবার পাইলটের ভুলে বিমানবন্দরের কাছে জমে জল বরফ হয়ে যাওয়া এক নদীতে অবতরণ করে। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।

পোলার এয়ারলাইনসের এন-২৪ উড়োজাহাজটি নিরাপদে ইয়াকুটিয়া অঞ্চলের জিরিয়ানকার কাছের কোলিমা নদীতে অবতরণ করে। জাহাজটিতে যাত্রীদের পাশাপাশি চারজন ক্রু ছিলেন।

তবে এ ঘটনায় উড়োজাহাজের কোনো যাত্রী বা ক্রু আহত হননি। ছবি: ইস্টার্ন সাইবেরিয়ান প্রসিকিউটর’স অফিস‘প্রাথমিক তথ্য অনুযায়ী, উড়োজাহাজটির এমন পরিস্থিতিতে পড়ার কারণ ছিল এটি পরিচালনার দায়িত্বে থাকা কর্মীদের ত্রুটি।’ ইস্টার্ন সাইবেরিয়ান ট্রান্সপোর্ট প্রসিকিউটরের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানান।

পোলার এয়ারলাইনস একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, ‘এন-২৪ উড়োজাহাজটি জারিয়াঙ্কা বিমানবন্দরের রানওয়ের বাইরে অবতরণ করে।’ তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে বিবৃতিতে জানানো হয়।

ইউক্রেনে সাধারণ মানুষের ওপর রাশিয়ার ড্রোন হামলা যুদ্ধাপরাধ: জাতিসংঘ প্রতিবেদন

যুক্তরাজ্য থেকে ২০ ইউরোফাইটার কিনছে তুরস্ক

মাখোঁর স্ত্রীর লিঙ্গ ও যৌনতা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, ১০ জনের বিচার শুরু

সে একবারও আমার চোখে তাকায়নি—হামলাকারী সম্পর্কে সালমান রুশদি

ডিএনএ বিশ্লেষণে বেরিয়ে এল নেপোলিয়নের সেনাদের মৃত্যুর নতুন রহস্য

ক্রিল শিকারে সীমা আরোপের দাবি তোলা ইউক্রেনীয় জীববিজ্ঞানীকে আটক করল রাশিয়া

ল্যুভরে রত্ন চুরির ঘটনায় ২ সন্দেহভাজন আটক

পারমাণবিক শক্তিচালিত অপ্রতিরোধ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল রাশিয়া

সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে চার্চিলকে ‘এজেন্ট’ করতে চেয়েছিল সিআইএ

ফ্রান্সে স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যার দায়ে এই প্রথম কোনো নারীর যাবজ্জীবন