হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ায় চরমপন্থীদের তালিকায় এলজিবিটি অধিকারকর্মীরা

আন্তর্জাতিক এলজিবিটি অধিকার আন্দোলনকে সন্ত্রাসবাদী এবং চরমপন্থীদের তালিকায় যুক্ত করেছে রাশিয়া। আজ শুক্রবার রাশিয়ার আর্থিক নজরদারি সংস্থা দ্য রোসফিন মনিটরিং-এর বরাতে খবরটি দিয়েছে বার্তা সংস্থা এএফপি। তবে এই আন্দোলনকে কালো তালিকাভুক্ত করার ফলাফল কী হতে পারে তা স্পষ্ট করা হয়নি।

দ্য রোসফিন মনিটরিং ওয়াচডগের তালিকায় যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম আসে তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার ক্ষমতা রয়েছে নজরদারি সংস্থাটির। তবে এখনো তাদের ওয়েবসাইটে কোনো ব্যক্তি বা সংস্থার নাম আসেনি।

রাশিয়ার সুপ্রিম কোর্ট গত নভেম্বরে এলজিবিটি অধিকার আন্দোলনকে ‘চরমপন্থী’ হিসেবে ঘোষণা করেছিল। সে সময় আন্দোলনটির সঙ্গে যুক্ততার কারণে কাউকে অভিযুক্ত না করলেও সারা দেশে কার্যকরভাবে এলজিবিটিকিউয়ের সক্রিয়তা নিষিদ্ধ করতে পেরেছে।

পুতিন রাশিয়ায় এলজিবিটি কমিউনিটির ওপর ব্যাপক নিপীড়ন চালিয়েছেন। এলজিবিটিদের তিনি ‘প্রথাগত রাশিয়ান মূল্যবোধের’ ওপর পশ্চিমা আক্রমণের অংশ হিসাবে দেখেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর এই প্রচারণা ত্বরান্বিত হয়েছিল।

রাশিয়া ২০২২ সালে প্রাপ্তবয়স্কদের মধ্যে সমকামিতা নিষিদ্ধ করেছিল। এটি মূলত রাশিয়ার আগের একটি আইনের সম্প্রসারিত রূপ—যেখানে অপ্রাপ্তবয়স্কদের মধ্যে নিষিদ্ধ করা হয়েছিল সমকামিতা। এর মাধ্যমে জনসমক্ষে এবং গণমাধ্যমে অপ্রথাগত যৌন সম্পর্কের যেকোনো ধরনের উপস্থাপন কার্যকরভাবে নিষিদ্ধ করা হয়।

রাশিয়ার একটি আদালত গত বুধবার সমকামীদের একটি পানশালার দুই কর্মচারীকে ‘চরমপন্থী সংগঠন’ চালানোর অভিযোগে বিচারের আগেই পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন। এলজিবিটিকিউ অধিকার আন্দোলন সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের পর রাশিয়ায় সেটিই ছিল এই ধরনের প্রথম মামলা।

এর আগে, ২০২৩ সালের শেষ দিকে রাশিয়ার বিচার মন্ত্রণালয় ‘আন্তর্জাতিক এলজিবিটি পাবলিক মুভমেন্টকে’ নিষিদ্ধ ও চরমপন্থী বলে অভিহিত করার জন্য দেশটির সুপ্রিম কোর্টে একটি প্রস্তাব দাখিল করেছিল। বিচার মন্ত্রণালয় বলেছিল, আন্দোলনটি ‘সামাজিক ও ধর্মীয় বিবাদ’ উসকে দেওয়াসহ ‘চরমপন্থী কার্যকলাপের’ লক্ষণ দেখিয়েছে।

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন