হোম > বিশ্ব > ইউরোপ

৫০০ মার্কিনির ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা, তালিকায় আছেন ওবামা ও সিএনএনের সাংবাদিকও

যুক্তরাষ্ট্রের সর্বশেষ নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় রাশিয়া এবার ৫০০ মার্কিন নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার তালিকায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের সাংবাদিকও রয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটনের সর্বশেষ নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসেবে ৫০০ মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ ছাড়া গুপ্তচরবৃত্তির সন্দেহে রাশিয়ায় আটক ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক ইভান গারশকোভিচের মুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে বলেও জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ওয়াশিংটনের অনেক আগেই বোঝা উচিত ছিল যে রাশিয়ার ওপর প্রতিটি শত্রুতামূলক আচরণের জবাব দেবে রাশিয়া।’

এর আগে রাশিয়ার অন্তত ৩০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ইউক্রেনে আগ্রাসন পরিচালনা করায় রাশিয়াকে শাস্তি দিতে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাশিয়ার নিষেধাজ্ঞার তালিকায় বারাক ওবামা ছাড়াও যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক স্টিফেন কোলবার্ট, জিমি কিমেল ও শেথ মেয়ার্স রয়েছেন। এ ছাড়া সিএনএনের উপস্থাপক ইরিন বুরনেট, উপস্থাপক র‍্যাচেল ম্যাডোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। তালিকায় যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটর, কংগ্রেসম্যান ও বিশিষ্ট ব্যক্তিও রয়েছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের যেসব নাগরিক রুশবিরোধী মনোভাব পোষণ করেন এবং তা ছড়াতে ভূমিকা রাখেন, তাঁদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া ইউক্রেনে অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত মার্কিনিদের নামও নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা জারি করতে শুরু করে মস্কোর বিরুদ্ধে। মস্কোও পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে। গতকাল শুক্রবার নতুন করে শতাধিক রুশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাব হিসেবে একই দিনে যুক্তরাষ্ট্রের ৫০০ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিল রাশিয়া।

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন