অনলাইন ডেস্ক
তুরস্কের ইস্তাম্বুলে বোমা হামলায় কমপক্ষে ছয়জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। ইস্তাম্বুলের গভর্নরের বরাত দিয়ে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইস্তাম্বুলের জনবহুল ইস্তিকলাল অ্যাভিনিউতে বোমা হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। বোমা হামলার কারণ জানা যায়নি।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এ হামলায় কমপক্ষে ছয়জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। এ বোমা হামলাকে তিনি ‘জঘন্য হামলা’ বলে অভিহিত করেছেন।
ইস্তাম্বুলের গভর্নর আলী ইয়ারলিকায়া টুইটার পোস্টে জানান, স্থানীয় সময় রোববার বিকেল ৪টা ২০ মিনিটে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।