হোম > বিশ্ব > ইউরোপ

ইউরোপের মার্কিন ঘাঁটিগুলোতে ‘উচ্চ সতর্কাবস্থা’ ঘোষণা

ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিগুলোতে উচ্চ সতর্কাবস্থা জারি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। মূলত ‘অনেকগুলো কারণে’ এই সতর্কাবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার এই সতর্কাবস্থা জারি করা হয়। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং সাংবাদিকদের বলেছেন, ‘আমি গোয়েন্দা মূল্যায়নের বিষয়ে কোনো কথা বলব না...তবে এটি ইউরোপীয় থিয়েটারে অবস্থানরত (নিরাপত্তা) পরিষেবা সদস্যদের সুরক্ষা ও নিরাপত্তাকে সম্ভাব্যভাবে প্রভাবিত করতে পারে এমন অনেকগুলো কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

সাবরিনা সিং আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ইউরোপীয় কমান্ড আমাদের নিরাপত্তা পরিষেবা সদস্যদের, তাদের পরিবার ও আমাদের অবকাঠামোর জন্য সতর্কতা বাড়ানোর জন্য পদক্ষেপ নিচ্ছে।’ 

এ সময় পেন্টাগনের এই মুখপাত্র জানান, মূলত স্থানীয় কমান্ডারদের বিবেচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে অবশ্য তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি। তিনি বলেন, ‘মূলত ব্যাপক সতর্কতার অংশ হিসেবে এই সিদ্ধান্তে নেওয়া হয়েছে।’ 

ইউরোপে চলমান উয়েফা ফুটবল চ্যাম্পিয়নশিপ ও আসন্ন অলিম্পিক গেমসের সঙ্গে এই উচ্চ সতর্কাবস্থা জারির কোনো সম্পর্ক আছে কি না—এ বিষয়ে জানতে চাইলে সাবরিনা সিং আরও বলেন, ‘আপনারা ইউরোপে চলমান অনেক বড় ইভেন্টের কথা উল্লেখ করেছেন। অবশ্যই বিষয়টি একটি কারণ, কিন্তু একমাত্র কারণ নয়। এটি অনেকগুলো কারণের একটি।’

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন