হোম > বিশ্ব > ইউরোপ

‘অপহরণের নাটক সাজিয়ে’ মাদকের মামলায় ফেঁসে গেলেন সাবেক ক্রিকেটার ম্যাকগিল

অনলাইন ডেস্ক

দুই বছর আগের মাদকের মামলায় অভিযুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিল। ওই ঘটনায় অপহরণের শিকার হওয়ার যে অভিযোগ তিনি করেছিলেন তা সাজানো ছিল বলে পুলিশ জানিয়েছে। এই মামলায় গত মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়, তবে কয়েকঘণ্টার মধ্যে জামিনে মুক্তিও পান তিনি।

দুই বছর আগে মাদকের কারবারিদের হাতে অপহরণের শিকার হয়েছিলেন বলে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিল যে অভিযোগ করেছিলেন ম্যাকগিল, তা মিথ্যা প্রমাণিত হয়েছে। এই মামলায় গত মঙ্গলবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কয়েকঘণ্টার মধ্যে জামিনে মুক্তি পান তিনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট খেলা ৫২ বছর বয়সী সাবেক এই লেগ স্পিনারকে সিডনি থেকে গ্রেপ্তার করা হয়। জামিন পেলেও আগামী ২৬ অক্টোবর তাকে আদালতে হাজিরা দিতে হবে।

ক্রিকেট থেকে অবসরের ১৩ বছর ২০২১ সালে খবরের শিরোনাম হন এক সময়কার বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল। তখন তিনি পুলিশকে জানান, সিডনির শহরতলির ক্রিমর্ন থেকে তাকে বন্দুকধারীরা অপহরণ করে দূরের একটা জায়গায় নিয়ে যায়। তাকে মারধরের পাশাপাশি মেরে মেরে হুমকি দেওয়া হয়েছিল। 

ওই ঘটনা নিয়ে গত বছর অস্ট্রেলিয়ান রেডিও নেটওয়ার্ক এসইএনকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাকগিল বলেন, ‘অপহরণকারীরা আমাকে নগ্ন করে পিটিয়েছে, হুমকি দিয়েছে। এরপর আমাকে রেখে চলেও গেছে।’ 

কথিত ওই ঘটনায় ম্যাকগিল ‘সামান্য আঘাত’ পেয়েছিলেন এবং কোনো চিকিৎসা নেননি। ঘটনার পর এক সাক্ষাৎকারে ম্যাকগিল বলেন, ‘আমি ভুল কিছু করিনি।’ পুলিশের চোখেও তখন তিনি ভুক্তভোগী। 

ওই ঘটনায় ম্যাকগিলের বান্ধবীর ভাইসহ ছয়জনের বিরুদ্ধে তখনই আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। কিন্তু অধিকতর তদন্তে মাদকের কারবারের সঙ্গে ম্যাকগিলের সম্পৃক্ততা পেয়ে তাকেও মামলায় আসামি করেছে পুলিশ।

পুলিশ বলছে, ‘জেনেবুঝেই কোকেনের বাণিজ্যিক সরবরাহে যুক্ত ছিলেন ম্যাকগিল।’ স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এই কোকেনের বাজারমূল্য ৩ লাখ ডলার। 

অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত খেলেছেন স্টুয়ার্ট ম্যাকগিল। শেন ওয়ার্নের কারণে জাতীয় দলের হয়ে ক্যারিয়ার লম্বা হয়নি তাঁর।

ইউক্রেনে সেনা পাঠাতে পারে ব্রিটেন–ফ্রান্স, চলছে আলোচনা

ইউক্রেন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, শতবর্ষী অংশীদারত্ব চুক্তি ঘোষণা

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিবাজ: টিউলিপকে ইলন মাস্ক

টিউলিপকে মন্ত্রী করা ছিল ‘আত্মঘাতী’, লেবার পার্টিতে আত্মগ্লানি

হাসিনা সরকারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নিয়ে টিউলিপের অসচেতন থাকাটা দুঃখজনক: নীতি উপদেষ্টা

টিউলিপ সিদ্দিক ইস্যুতে স্টারমারকে ‘দুর্বল নেতা’ বললেন কেমি বাডেনক

টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে যা লিখলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগপত্রে যা লিখলেন টিউলিপ সিদ্দিক

টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন

সেকশন