হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার চোখ রাঙানির মাঝেই নেদারল্যান্ডসে ইউক্রেনের প্রেসিডেন্ট

ডয়চে ভেলে

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেশ কিছুদিন অন্তত প্রকাশ্যে দেশ ছাড়েননি। ফলে তাঁর ব্যতিক্রমী ওয়াশিংটন সফর বিশেষ নজর কেড়েছিল। বর্তমানে তিনি সহজেই পূর্বঘোষিত সফরে দেশ ছাড়ছেন। এমনকি রাশিয়ার তর্জনগর্জন বাড়লেও তা পাত্তা দিচ্ছেন না তিনি।

বুধবার (৩ মে) জেলেনস্কি ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে নর্ডিক দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সশরীরে বৈঠক করেন। তাঁরা যত দিন প্রয়োজন ইউক্রেনকে সহায়তার অঙ্গীকার করেন। এরপর রাতে তিনি আচমকা নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে যান। ডাচ সরকারের একটি উড়োজাহাজ তাঁকে সেখানে নিয়ে যায়। সে দেশের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠকের পাশাপাশি তিনি আন্তর্জাতিক ফৌজদারি আদালতেও গিয়ে থাকতে পারেন বলে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গ্রেপ্তারের জন্য সেই আদালতের সমনের প্রেক্ষাপটে সেখানে ইউক্রেনের প্রেসিডেন্টের উপস্থিতি বাড়তি গুরুত্ব পাচ্ছে।

এদিকে রাশিয়ায় একের পর এক রহস্যজনক বিস্ফোরণকে কেন্দ্র করে জল্পনা বাড়ছে। খোদ ক্রেমলিনের ওপর ড্রোন হামলা হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে ক্রেমলিনে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে মস্কো। তবে কিয়েভ সরকার তা অস্বীকার করেছে।

বৃহস্পতিবার ভোরে রাশিয়ার দক্ষিণে কৃষ্ণসাগর উপকূলে ইলস্কি শোধনাগারের কাছে পেট্রোলিয়ামজাত পণ্যের এক ভান্ডারে ড্রোন হামলার পর অগ্নিকাণ্ডকে ঘিরেও প্রশ্ন উঠছে। এর এক দিন আগে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে জ্বালানির এক গুদামেও ড্রোন হামলার পর বিস্ফোরণ ঘটেছিল।

বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য কিছু শহরে বিস্ফোরণের খবর পাওয়া যায়। স্থানীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার ড্রোন হামলা প্রতিহত করতে তৎপরতা দেখাচ্ছে। কৃষ্ণসাগরের তীরে ওডেসা শহরেও হামলার খবর পাওয়া গেছে।

গত অক্টোবর মাস থেকেই রাশিয়া ইউক্রেনের শহরগুলোর ওপর নিয়মিত হামলা চালিয়ে আসছে। সবশেষ খেরসন শহরে এমনই এক হামলায় ২১ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে দাবি করছে ইউক্রেন।

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন